ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কড়া নিরাপত্তার মধ্যে দিয়েও বিপদ কাটছে না বলিউড সুপারস্টার (Bollywood Superstar) সলমনের (Salman Khan)। ক্রমাগত প্রাণনাশের হুমকি যেমন বেড়ে চলেছে। অপরদিকে নিরাপত্তা বলয় আরও তাঁকে ঘিরে ধরছে। এসবের থেকে তিনি কবে মুক্তি পাবেন? কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল, দুই অপরিচিত ব্যক্তি সলমনের বাড়িতে ঢোকার চেষ্টা করেছে। যদিও তাদেরকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কিভাবে তাঁরা বাড়িতে ঢুকল? বলিউড সুপারস্টার আদৌ সুরক্ষিত তো? এমনই নানা প্রশ্ন উঠছে অনুরাগীদের মনে।
মহিলার দাবি, তিনি আমন্ত্রিত (Salman Khan)
ধৃত বছর ৩২ এর ইশা ছাবরা নামে ওই মহিলা দাবি করেন, সলমনের (Salman Khan) সাথে মাস ছয়েক আগে তাঁর সাক্ষাৎ হয়। সেই সময় থেকেই নাকি আলাপ। অভিযুক্ত মহিলা আরও বলেন, সলমন (Salman Khan) নাকি তাঁকে আমন্ত্রণ করেছিলেন। তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলিউড সুপারস্টারের। অন্যদিকে পরিবারের কোনও সদস্যও আমন্ত্রণের কথা স্বীকার করেননি।
সুপারস্টারের বড় ভক্ত (Salman Khan)
ধৃত জিতেন্দ্র কুমার সিং ২০ মে সলমনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিলেন। তিনি আবার সলমনের (Salman Khan) বড় ভক্ত বলে নিজেকে দাবি করেছেন। এমনকি তিনি প্রথমবার সলমনের বাড়িতে গিয়ে ধরা পড়লেও থেমে থাকেননি। কিছু সময় পরেই তিনি আবার চেষ্টা করেছিলেন, সুপারস্টারের সাথে দেখা করার। যদিও পুলিশ তাকে আটক করে।
আরও পড়ুন: Dhumketu: ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর সম্পর্কের প্রভাব! কী হতে চলেছে? যা জানা গেল…
লাগাতার প্রাণনাশের হুমকি
গত বছর থেকেই প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন বলিউড সুপারস্টার । এর মূলে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গত বছরে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে টার্গেট করে গুলি ছোঁড়া হয়েছিল। যার জন্য পুরো বাড়ি বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘেরা হয়েছে। এমনকি সলমনকে সর্বক্ষণ নিরাপত্তা রক্ষী নিয়ে চলতে হয়। তাঁর পরিবার সর্বক্ষণ তাঁকে নিয়ে উদ্বিগ্নে থাকেন।
আরও পড়ুন: Alia Bhatt: বড় অপেক্ষার অবসান ঘটালেন আলিয়া, কী করলেন কান উৎসবের মঞ্চে?
ভক্তদের কারণেই কড়া নিরাপত্তা ব্যবস্থা!
বলিউড সুপারস্টারের ভক্তের সংখ্যাও কম নয়। সেখানে ভক্তদের এমন আচরণে, সুপাস্টারের জীবন আরও যেন আঁটোসাঁটো হয়ে উঠল। এমনিতেই সুপারস্টারকে সর্বক্ষণ নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে চলতে হয়। কিন্তু সম্প্রতি তা আরও কড়াকড়ি করা হয়েছে । এখন সলমনের জন্য মোতায়েন বিশেষ নিরাপত্তা রক্ষী। তাহলে কি ভক্তদের পাগলামির জন্যই প্রশ্নের মুখে সলমনের নিরাপত্তা? যদিও অপরিচিত ব্যক্তিরা আদৌ ভক্ত কিনা, সেটা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। তবে বলিউড সুপারস্টারের কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তিনি আদৌ সুরক্ষিত তো?