ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বে প্রতিটি দেশের মধ্যে কে অর্থনীতি দিক দিয়ে এগিয়ে যাবে, তা একটা ঠান্ডা যুদ্ধ লেগেই থাকে (Amitabh Bachchan)। আর সেই বিশ্ব অর্থনীতিতে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ভারত। আর বিশ্ব অর্থনীতিতে ভারত এগিয়ে যাওয়ায়, সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের মত প্রকাশ করলেন অমিতাভ বচ্চন। কী বললেন তিনি সমাজের মাধ্যমে (Social Media)? বীর সেনাদেরকে নিয়ে কী বললেন অভিনেতা?
চুপ থাকতে পারলেন না (Amitabh Bachchan)
‘অপারেশন সিঁদুর’ (operation sindoor) চলার সময় অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) মৌন থাকলেও বিশ্ব অর্থনীতিতে ভারতের (India) এগিয়ে যাওয়াতে চুপ থাকতে পারলেন না। সমাজ মাধ্যমে মুখ খুললেন। তবে এই সাফল্যর দিনে সীমান্তে থাকা বীরদের (Indian army) কথা স্মরণ করতে ভোলেননি। অমিতাভ লেখেন, “জাপানকে হারিয়ে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে পেরেছি। আগামী তিন বছরের মধ্যে আমরা হয়তো বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করব। আমাদের দেশের জন্য একটা অসাধারণ কৃতিত্ব এটা। মাত্র ৭৫ বছর আগে যে দেশ স্বাধীনতা পেয়েছে । জানি না আর কোনও রাষ্ট্র মাত্র ৭৫ বছরে স্বাধীনতায় এই সাফল্য অর্জন করতে পেরেছে কিনা।”
ভারত তৃতীয় স্থান দখল করে নেবে! (Amitabh Bachchan)
অর্থনৈতিক প্রগতির দিক থেকে দেখলে আমেরিকা, চীন ও জার্মানির পর চতুর্থ স্থানে রয়েছে ভারত। অভিনেতা অমিতাভ (Amitabh Bachchan) মনে করেন, আগামী কয়েক বছরে ভারত তৃতীয় স্থান দখল করে নেবে। তবে বিশেষজ্ঞদের অনুমান, ২০২৮ সালের মধ্যে জার্মানি বিশ্ব অর্থনীতিতে পিছিয়ে পড়বে। আর সেই জায়গা দখল করে নেবে ভারত। দেশের সাফল্যে তিনি খুব খুশি। ২০২৩ সালে ভারতীয় অর্থনীতির আকার ছিল সাড়ে তিন লক্ষ কোটি ডলার। সেটা বেড়ে পৌঁছেছে ৪.৩ লক্ষ কোটি ডলারে। যদিও ভারতের সামনে এখনও রয়েছে আরও তিনটি দেশ – মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি।
আরও পড়ুন: Suniel Shetty: বারবার ফোন, সুনীল শেট্টির জীবনে নতুন মানুষ! বদলে ফেললেন নিজেকে?
বীর সেনাদের সম্মান
দেশের এমন সাফল্যে অমিতাভ বচ্চন দেশের বীর সেনাদের কথাও স্মরণ করেছেন । অভিনেতার ভাষায়, সম্প্রতি যে দেশের উপর আক্রমণ হয়েছে তাতে সেনাবাহিনীরা যেভাবে দেশকে রক্ষা করেছেন , তা তিনি ভাষায় প্রকাশ পারবেন না। সাহস আর দেশাত্মবোধ বীরদের জন্মগত।
আরও পড়ুন: Shyamoupti Mudly: জামাইষষ্ঠীতে বিপদে খেয়ালি, বাঁচাতে পাশে শ্যামৌপ্তি! কী করবেন?
সঞ্চালনা ছাড়ছেন অমিতাভ!
প্রসঙ্গত, বহু বছর ধরে অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করে আসছেন। শো টি ভীষণ জনপ্রিয়। ২০০০ সাল থেকে এই কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনকে দেখে আসছে দর্শক। সম্প্রতি শোনা গিয়েছিল, অভিনেতা সলমন খান এই অনুষ্ঠানটি হোস্ট করবেন। আর এই খবরে অমিতাভ ভক্তরা হতাশ হয়েছিলেন। কিন্তু পরে টিভির পর্দায় অনুষ্ঠানটির হোস্ট করতে দেখা গেছে অমিতাভ বচ্চনকেই। স্বভাবতই স্বস্তির নিশ্বাস ফেলেছেন অমিতাভ ভক্তরা ।