ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে ভিয়েতনামের হ্যানয়ে অবতরণের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিৎ মাক্রোঁর দাম্পত্য কলহের ছবিটি যত না সরাসরি আলোচনার বিষয়(Emmanuel Macron Wife), তার থেকেও বেশি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ। মঙ্গলবার সন্ধ্যায় ক্যামেরাবন্দি হয়, বিমানের সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা পুতিনের উপর মাক্রোঁর পাশে থাকা ব্রিজিৎ হঠাৎ লাল পোশাকের হাত দিয়ে হামলা চালান মাক্রোঁর গাল লক্ষ্য করে— দেখেই স্তম্ভিত হয়ে পড়েন ফরাসি প্রেসিডেন্ট নিজেই।
ভিডিও ভাইরাল করলো নেটিজেনরা (Emmanuel Macron Wife)
প্রথমদিকে যেসব ইউজার ভিডিওটি শেয়ার করেন, তারা দাবি করেন ক্ষোভের এক মুহূর্তেই ব্রিজিৎ আনটুৎ করে মাক্রোঁকে থাপ্পড় মেরেছেন(Emmanuel Macron Wife)। ভিডিও মিনিট খানেকের, শুরুতেই দেখা যায় ম্যানোভার্ড মোডে দরজা খুলে দাঁড়ান মাক্রোঁ (Emmanuel Macron) তিনি পাশের দিকে হাত বাড়িয়ে দেন— স্ত্রীকে গ্রিস করে বাঁচতে— কিন্তু সে সময় লাল হাতে থাকা হাতটি তাঁর গাল খোঁচা মারে। ফরাসি সময় চলাকালেই ক্লিপটিকে ভাইরাল হতে দেখেন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা, তৈরি হয় মিম ও মন্তব্যের ঝড়।
প্রেসিডেন্ট কার্যালয়ের মিমিমি (Emmanuel Macron Wife)
প্রথমে কোনো মন্তব্য এড়িয়েও ফরাসি প্রেসিডেন্ট দফতর পরবর্তীতে ভিডিওটিকে “ভুয়ো” বলে উল্লেখ করে ব্যাপারটিকে উদাসীন করার চেষ্টা করে(Emmanuel Macron Wife)। তবে দেশটির স্বাধীন সংবাদমাধ্যম ‘বিএফএমটিভি’ তার পাশাপাশি দাবি করে, তাদের নিজস্ব সূত্রের বরাতে পরিষ্কার হয়েছে, এ ঘটনা সম্পূর্ণ সশরীরে বাস্তবে ঘটেছে। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ এক সূত্র জানায়, সফর শুরুর আগের দিনই দম্পতির মধ্যে একটা তর্ক-বিতর্ক হয়েছিল, সেটা ছিল “দাম্পত্য কলহ” মাত্র— সেই উত্তেজনায়ই ব্রিজিৎ মুহূর্তের ক্ষোভে মাক্রোঁকে আঘাত করেন।
দু’জনের প্রতিক্রিয়া(Emmanuel Macron Wife)
এ বিষয়ে সরাসরি বক্তব্য না দিলেও পরবর্তীতে সফরের আয়োজকরা জানান, বাংলাদেশ, ভারত, ভুটান, মায়ানমারসহ বেশ কয়েকটি দক্ষিণ-পূর্ব এশীয় নেতৃবৃন্দের সঙ্গে মাক্রোঁর বৈঠক-সম্মিলনের জন্য ঝকঝকে এয়ার উইং তৈরি হয়েছিল(Emmanuel Macron Wife)। কোনও প্রকার নিরাপত্তা সমস্যা বা পারিবারিক বিরোধের কারণে সফর বাতিলের কোনও প্রয়োজন হচ্ছিল না বলেই দাবি করেন তাঁরা।

আরও পড়ুন: US Tariff War : ৫০ শতাংশ করের হুমকি পেয়ে ট্রাম্পকে ফোন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের !
রাজনৈতিক ও সামাজিক স্বীকৃতি(Emmanuel Macron Wife)
দম্পতির এই প্রকাশ্য বিবাদ সামাজিক উৎসবের বদলে রাজনৈতিক এবং ব্যক্তিগত দুই পরিমণ্ডলে আলোচ্য হয়ে ওঠায়(Emmanuel Macron Wife), ফরাসি সংবাদমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক খলল। কারো কেউ ছবির নাটকীয়তার দিকে বেশি নজর দেন, আবার অনেকে তেজস্বীভাবে বিতর্কের নেপথ্যে “মার্কিন মিডিয়া হস্তক্ষেপ” বা “সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত উন্মাদনা” নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন।
আরও পড়ুন: Russia Ukraine Conflict : “পুতিন বদ্ধ উন্মাদ” বলে আক্রমণ ট্রাম্পের!
নজিরে দক্ষিণ-পূর্ব এশিয়া সফর(Emmanuel Macron Wife)
তার মধ্যেই মাক্রোঁর সফর শেষে ফরাসি-ভিয়েতনাম সম্পর্কের আগামী কর্মসূচি নিয়ে আলোচনা রয়েছে(Emmanuel Macron Wife)। দুই দেশের মধ্যে বাণিজ্য, পরিবেশনীতি, সাংস্কৃতিক বিনিময় এবং প্রযুক্তি-শিক্ষা সহযোগিতা বাড়ানোই সফরের মূল উদ্দেশ্য। অন্যদিকে, এই দাম্পত্য ঘটনার মধ্যেও সফরের মঞ্চ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয়, সেজন্য ফরাসি প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
আঘাত এক তরফা(Emmanuel Macron Wife)
বিলক্ষণ, লাল পোশাকের সেই আঘাত এক তরফা হাস্যরসের কারণ হলেও, আন্তর্জাতিক রাজনীতিতে ফরাসি প্রেসিডেন্টের সুনাম-স্বর্ণমুদ্রা মাথায় রেখে ব্যক্তিগত-রাজনৈতিক দুই প্রসঙ্গই একত্রে বিবেচনায় আনতে হচ্ছে দুনিয়াকে।এ ঘটনার প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের দায়িত্বশীলতার নিরাপত্তা এবং ফরাসি ভূ-রাজনীতিতে কেটছাড়া হয়ে থাকা ব্যক্তিগত কলহের ওপেও পড়তে পারে— এটাই এখন দেখার।