ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় ভয়াবহ বিমান দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ফাঁস (Regan Airport Video Leak)। ওয়াশিংটনের রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তারা গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছেন। এই দুর্ঘটনায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
কীভাবে ঘটেছিল দুর্ঘটনা? (Regan Airport Video Leak)
ওয়াশিংটনের রিগান এয়ারপোর্টে অবতরণের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের আকাশেই ধাক্কা লাগে (Regan Airport Video Leak)। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৩৪২-এ মোট ৬৪ জন যাত্রী ছিলেন। ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারে ছিলেন তিনজন সেনা।
সংঘর্ষের পর দুই বিমানই পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে। এই দুর্ঘটনা গোটা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছে।
নতুন ফুটেজে দেখা গেল ভয়ংকর মুহূর্ত (Regan Airport Video Leak)
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে আসা নতুন ফুটেজে দুর্ঘটনার এক ভিন্ন দৃষ্টিকোণ সামনে এসেছে (Regan Airport Video Leak)।
আরও পড়ুন: Netanyahu-Trump Meeting: নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক! গাজার যুদ্ধবিরতি ও ইরান ইস্যুতে আলোচনা?
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, বাম দিক থেকে হঠাৎ ব্ল্যাক হক হেলিকপ্টার এসে পড়ছে। ঠিক সেই মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি রানওয়ের দিকে নামছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, দুই বিমান পরস্পরের দিকে ধেয়ে আসছে। সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে।
CNN জানিয়েছে, ফুটেজ দুটি মোবাইল ফোনে থেকে তোলা হয়েছিল।
কেন গ্রেফতার করা হল দুই কর্মচারীকে?
এয়ারপোর্টের নিয়ন্ত্রক সংস্থা Metropolitan Washington Airports Authority (MWAA) জানিয়েছে, এরা অনুমতি ছাড়াই সংবেদনশীল তথ্যের কপি করেছিলেন। তাদের বিরুদ্ধে কম্পিউটার সিস্টেমে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন ২১ বছরের মোহামেদ লামিন এমবেঙ্গু এবং ৪৫ বছরের জনাথন সাভয়। এরা দু’জনেই মেরিল্যান্ডের বাসিন্দা।
MWAA এক ইমেলে জানিয়েছে, শুক্রবার এমবেঙ্গুকে এবং রবিবার সাভয়কে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: US-China Tariff War: চীন-আমেরিকা বাণিজ্যযুদ্ধে নতুন মোড়, ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব বেজিং-এর
কী হল তাদের শাস্তি?
এমবেঙ্গুকে ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টি জেলে পাঠানো হয়েছিল, পরে জামিনে মুক্তি পান। সাভয়কে একজন ম্যাজিস্ট্রেট শুধুমাত্র সমন পাঠিয়ে ছেড়ে দেন। এই মামলার বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি MWAA।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ কতদূর?
অন্যদিকে, পোটোম্যাক নদী থেকে ইতিমধ্যেই ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ তোলা হচ্ছে। এরপর ব্ল্যাক হক হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হবে।
শুরু আলোচনা
এই দুর্ঘটনা নিয়ে মার্কিন প্রশাসন ও সামরিক মহলে চরম আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সামরিক হেলিকপ্টারটি কেন এত কম উচ্চতায় ওড়ানো হচ্ছিল? নতুন ফুটেজ ফাঁস হওয়ার পর বিপুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনার তদন্ত এখনো চলছে।