ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিঘায় নতুন জগন্নাথ মন্দির তৈরির (Jagannath Dham) পর থেকেই ‘জগন্নাথধাম’ নামটি নিয়ে বিতর্ক চরমে উঠেছে। এই নামের উপর একচ্ছত্র অধিকার পেতে পুরীর শ্রীজগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এখন তৎপর হয়ে উঠেছে। সম্প্রতি পুরীর মন্দির পরিচালন কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা ‘জগন্নাথধাম’ শব্দের পাশাপাশি ‘মহাপ্রসাদ’, ‘শ্রীমন্দির’, ‘শ্রীক্ষেত্র’, ‘পুরুষোত্তমধাম’— এই সকল নামের উপরও আইনি স্বত্ব দাবি করবে। শুধু তাই নয়, শ্রীজগন্নাথ মন্দিরের লোগো বা চিহ্নের উপরেও তারা স্বত্ব দাবি করতে যাচ্ছে।
আইনি স্বত্ব নেওয়া খুবই প্রয়োজন (Jagannath Dham)
পশ্চিমবঙ্গের দিঘায় নির্মিত নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Jagannath Dham)। দিঘায় এই মন্দির উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই পুরীর মন্দির কর্তৃপক্ষ ‘জগন্নাথধাম’ শব্দটির ব্যবহার নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নিয়েছে। পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি জানান, পবিত্রতা ও ঐতিহ্য রক্ষার জন্য এই নামগুলোর উপর আইনি স্বত্ব নেওয়া খুবই প্রয়োজন। তিনি বলেন, “জগন্নাথ মন্দিরের ঐতিহ্য ও ভাবমূর্তিকে রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ অপরিহার্য, যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে।”
‘ধাম’ শব্দটির ব্যবহার নিয়েই সংশয় (Jagannath Dham)
এই বিতর্কের পেছনে মূলত ‘ধাম’ শব্দটির ব্যবহার নিয়েই সংশয় (Jagannath Dham) দেখা দিয়েছে। ওড়িশা সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পশ্চিমবঙ্গকে অনুরোধ করা হয়েছে দিঘার মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি সরানোর জন্য। কারণ, হিন্দু ধর্মীয় পরম্পরায় চারটি প্রধান পীঠস্থানকে ‘ধাম’ হিসেবে গন্য করা হয়, যার মধ্যে পুরী অন্যতম। অন্যত্র ‘ধাম’ শব্দের ব্যবহারে ভক্তদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে বলে মনে করেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন।
মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক
দিঘায় মন্দির নির্মাণের পর থেকেই এই নাম নিয়ে নানা প্রশ্ন ওঠে। পুরীর এক সেবায়েত দাবি করেছিলেন, নবকলেবর নির্মাণের পর অবশিষ্ট থাকা নিমকাঠ দিয়েই দিঘার মন্দিরের প্রতিমা তৈরি হয়েছে। এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। পরে ওড়িশা সরকার স্পষ্ট করে জানায়, দিঘার মন্দিরের বিগ্রহ তৈরি নিমকাঠ দিয়ে হয়নি। এই ভুল তথ্য প্রচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন কেন তার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: Aadhar Card: আধার কার্ডে নাম ভুল? হারাতে পারেন সরকারি সুবিধা! কীভাবে করবেন আপডেট জানুন!
সামগ্রিকভাবে, এই নাম সংক্রান্ত বিতর্ক ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে সংবেদনশীল বিষয় হওয়ায়, পুরীর মন্দির কর্তৃপক্ষ নাম ও লোগোর উপর আইনি স্বত্ব নেওয়ার মাধ্যমে নিজেদের ঐতিহ্য রক্ষায় তৎপর। আগামী দিনে এই বিষয়টি নিয়ে আরও রাজনৈতিক ও সামাজিক আলোচনার প্রত্যাশা করা হচ্ছে।