ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপারেশন ‘সিঁদুর’–এর পর এই প্রথমবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর এই সফর শুধুমাত্র সরকারি প্রকল্পভিত্তিক বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে, তবে রাজনৈতিক মহলের মতে, এই সফর একান্তই রাজনৈতিক বার্তা বহনকারী। বিশেষ করে উত্তরবঙ্গের ভোট রাজনীতি এই সফরের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে গ্যাংটকে নিরাপত্তা ব্যবস্থা তুঙ্গে (Narendra Modi)
আগামীকাল প্রধানমন্ত্রী প্রথমে বাগডোগরা বিমানবন্দর হয়ে সরাসরি হেলিকপ্টারে গ্যাংটক যাবেন। সিকিম দিবস উপলক্ষে সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। সিকিম প্রশাসন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটন মরসুমে গ্যাংটক ও তার আশপাশে প্রবল যানজটের সমস্যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। ফলে গ্যাংটক ও সংলগ্ন এলাকায় থাকা সব পর্যটকদের আগামীকাল ভোর ৬টার মধ্যে শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের লক্ষ্য প্রধানমন্ত্রীর সফরকালে গ্যাংটক শহরকে সম্পূর্ণ যানজট মুক্ত রাখা।
আরও পড়ুন: Amit Shah: পিছিয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর, বিশ বাঁও জলে সভাপতি নির্বাচন!
গ্যাংটক স্টেডিয়ামে মোদির ভাষণ: দুপুর ১২টায় পালজোর স্টেডিয়ামে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সিকিমবাসীর জন্য এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্য প্রশাসন।
আলিপুরদুয়ারে মোদির জনসভা (Narendra Modi)
গ্যাংটক সফর শেষ করে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে জনসভাস্থলে পৌঁছাবেন তিনি। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে মোদির জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে।
উত্তরবঙ্গে বিজেপির শক্ত ভিত টালমাটাল: একসময় বিজেপির দুর্গ হিসেবে পরিচিত আলিপুরদুয়ার ও কোচবিহার বর্তমানে রাজনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে। কোচবিহারে সংগঠন দুর্বল হয়েছে। সম্প্রতি জন বার্লা-র তৃণমূলে যোগ বিজেপির ভিত নাড়িয়ে দিয়েছে।
কী বার্তা আসবে উত্তরবঙ্গবাসীর জন্য? (Narendra Modi)
প্রধানমন্ত্রীর সফর শুধুমাত্র প্রশাসনিক সফর নয়—এই সফরের মধ্য দিয়ে উত্তরবঙ্গের ভোটারদের মন জয় করাই বিজেপির মূল লক্ষ্য হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে, পাক অধিকৃত কাশ্মীরে অভিযানের সফলতা তুলে ধরে মোদি যদি আঞ্চলিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও তৃণমূল-বিরোধী বার্তা দেন, তবে তা আসন্ন লোকসভা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।