ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালের চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন মামলায় জ্ঞানশেখরনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মহিলা আদালত(Anna University)। একই সঙ্গে তাকে ৯০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক রাজালক্ষ্মী।গত বুধবারই আন্না বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত এ জ্ঞানশেখরনকে দোষী সাব্যস্ত করে চেন্নাইয়ের মহিলা আদালত ৷ অবশেষে এই মামলায় সাজা ঘোষণা হল।গত বছর ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে উত্তাল হয় তামিলনাড়ু। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে।
আদালতের পর্যবেক্ষণ (Anna University)
বিচারক রাজালক্ষ্মী জানিয়েছেন, কমপক্ষে ৩০ বছর তাকে জেলে থাকতেই হবে(Anna University)। মা ও নাবালিকা কন্যার কথা বলে নূন্যতম শাস্তির আবেদন জানিয়েছিল অভিযুক্ত। কিন্তু তাকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত। বিগত ৫ মাস ধরে বিচারের পর অবশেষে শাস্তি পেয়েছে অভিযুক্ত। বিচারক গত বুধবার জ্ঞানশেখরনকে যৌন নির্যাতন, ধর্ষণ, ভয় দেখানো এবং অপহরণ সহ ১১টি অভিযোগের দোষী সাব্যস্ত করেছেন। মামলায় কমপক্ষে ২৯ জন সাক্ষী দিয়েছেন এবং পুলিশ ১০০ পৃষ্ঠার চার্জশিট জমা করেছে। সমস্ত অভিযোগ দেখে বিচারক জানিয়েছিলেন, সর্বোচ্চ সাজা হবে অভিযুক্তের।

দোষী সাব্যস্ত (Anna University)
এর আগে মহিলা আদালতের বিচারক রাজালক্ষ্মী বলেছিলেন, ‘উপযুক্ত প্রমাণ রয়েছে(Anna University) ৷ সমস্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে বিরিয়ানি ব্যবসায়ী এ জ্ঞানশেখরনকে দোষী সাব্যস্ত করল আদালত ৷ পরে সরকারি পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, দোষীর বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ প্রতিটি অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্য এবং ফরেন্সিক প্রমাণ আদালতে পেশ করা হয়েছে ৷ সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করেছে আদালত ৷ পরিবারের একমাত্র রোজগেরে এ জ্ঞানশেখরন ৷ তাই আদালতের কাছে সে নূন্যতম সাজার আর্জি জানায় ৷ যদিও, সরকারের তরফে চরমতম সাজার আবেদন জানানো হয় ৷
আরও পড়ুন- Congress Leader: ‘কেন সবাই পাকিস্তানের সঙ্গে রয়েছে?’ বিস্ফোরক প্রশ্ন কংগ্রেস নেত্রীর
ঘটনার বিবরণ (Anna University)
২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাত ৮টার পর এই ঘটনা ঘটে(Anna University)। সন্ধ্যাবেলা নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের ওল্ড বিল্ডিংয়ের কাছে নির্জন এলাকায় গল্প করছিলেন। নির্যাতিতার সেই বন্ধু বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। রাত ৮টা নাগাদ সেখানে উপস্থিত হয় অভিযুক্ত জ্ঞানশেখরন। সে দাবি করে, নির্যাতিতা ও তাঁর পুরুষ বন্ধুর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সে তুলেছে। ব্ল্যাকমেলের ভয় দেখিয়ে সে নির্যাতিতার বন্ধুকে মারধর করে এবং সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এরপরই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যৌন নির্যাতক করে জ্ঞানশেখরন।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাশেই বিরিয়ানি দোকান চালাত জ্ঞানশেখরন। আগেও তার বিরুদ্ধে চুরি এবং ভাঙচুরের মতো ছোটখাটো অপরাধের ২০টি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন- IndiGo Flight: অবতরণের আগেই প্রবল ঝাঁকুনি! মাঝ আকাশে বিপদে ইন্ডিগো বিমান
পুলিশের তৎপরতা (Anna University)
এরপর ২৪ ডিসেম্বর পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে ঘটনার কথা জানান নির্যাতিতা(Anna University)। অভিযোগ পাওয়ার পর ৬টি ধারায় মামলায় রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে, বিশ্ববিদ্যালয় চত্বরের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা ৷ তিনদিন পর ২৬ ডিসেম্বর কোট্টুপুরম থেকে জ্ঞানশেখরনকে গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতারের সময় পালানোর চেষ্টাও করে সে ৷ সেই সময় হাত ও পায়ে চোট লাগে তার ৷ জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ২০১১ সালে ওই ক্যাম্পাসেই এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে।পরে জ্ঞানশেখরনের বিরুদ্ধে তদন্তের জন্য ৩ জন মহিলা আইপিএস নিয়ে বিশেষ দল গঠন করে তামিলনাড়ু সরকার ৷ তদন্তের পর ফেব্রুয়ারি মাসে ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেয় সিট ৷ পরে সেই মামলাটি চেন্নাইয়ের মহিলা আদালতে স্থানান্তরিত করা হয় ৷

রাজ্যজুড়ে বিক্ষোভ (Anna University)
অন্যদিকে, এই ঘটনার কথা সামনে আসতেই বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ করে আন্না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে(Anna University)।স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন-এর সদস্যরা ছাত্রীর বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে।শুধু তাই নয়, তামিলনাড়ু অপরাধীদের স্বর্গ রাজ্যে হয়ে উঠেছে বলে অভিযোগ তোলে বিজেপি প্রধান কে আন্নামালাই। এআইডিএমকে-র জেনারেল সেক্রেটারি পালানিস্বামীও ডিএমকে-র সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন।
