ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে একযোগে পাঁচটি বিমানঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়ে ৪১টি বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন (Russia Ukraine War)। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই ইউক্রেনের অন্যতম বড় ও পরিকল্পিত হামলা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অভিযানের পর প্রশ্ন উঠেছে — তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি এবার মোড় ঘোরাতে চলেছে?সোমবার কিয়েভে এক সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) স্পষ্ট হুঁশিয়ারি দেন, যদি রাশিয়া হামলা চালানো বন্ধ না করে, তা হলে ইউক্রেন তাদের ড্রোন হামলা অব্যাহত রাখবে। তাঁর কথায়, “আমরা আত্মরক্ষার অধিকার ব্যবহার করছি। শত্রু যদি থামে না, আমাদের পাল্টা আঘাতও থামবে না।”
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক (Russia Ukraine War)
এই পরিস্থিতিতে আমেরিকার মধ্যস্থতায় তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি প্রতিনিধি স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়(Russia Ukraine War)। যদিও যুদ্ধবিরতি নিয়ে কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছনো যায়নি। আলোচনার মূল ফোকাস ছিল বন্দি সেনা ও নিহতদের দেহ বিনিময়। এই বিষয়ে দুই পক্ষ একমত হলেও সংঘর্ষ থামানো বা শান্তি প্রতিষ্ঠা নিয়ে অগ্রগতি হয়নি। সূত্রের খবর, আলোচনার সময় রাশিয়া যে সব শর্ত রেখেছে, সেগুলি পরে মস্কো ঘনিষ্ঠ একটি সংবাদ সংস্থা প্রকাশ করে। শর্তগুলির মধ্যে রয়েছে-
- রুশ সেনার অধীন ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়াকে হস্তান্তর
- ইউক্রেনের সরকারি ভাষা হিসাবে রুশ ভাষার স্বীকৃতি
এই দাবিগুলি সরাসরি খারিজ করে দিয়েছে ইউক্রেন। কিয়েভের মতে, এই শর্তগুলি রুশ আগ্রাসনেরই প্রতিফলন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা (Russia Ukraine War)
শান্তি আলোচনা চলাকালেই রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে(Russia Ukraine War)। পূর্ব ইউক্রেনের ক্রামাটরস্ক শহরে রুশ আক্রমণে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন আরও দু’জন। ইলিনিভিকায় দু’জন এবং খারকিভ অঞ্চলে দুই মহিলার মৃত্যু হয়েছে রুশ গোলাবর্ষণে। ইউক্রেনের দাবি, রাশিয়া প্রতিদিনই আকাশপথে হামলা চালাচ্ছে। এই ক্রমাগত হামলার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন জ়েলেনস্কি। তিনি আমেরিকার কাছে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। তাঁর কথায়, “আমরা আশা করছি, আমেরিকা এবার আরও সক্রিয় হবে। আমি বিশ্বাস করি, ট্রাম্প প্রশাসন রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপে আগ্রহী হবে এবং পুতিনকে যুদ্ধ থামাতে বাধ্য করবে।”

ইউক্রেনে চাপা উত্তেজনা (Russia Ukraine War)
বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের এই সাম্প্রতিক ড্রোন হামলা কৌশলগত দিক থেকে একটি বড় সাফল্য(Russia Ukraine War)। এটি একদিকে যেমন রাশিয়ার যুদ্ধক্ষমতায় ধাক্কা, অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তির নতুন করে জানান দেওয়া।এই ঘটনার পরে রাশিয়া থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া না এলেও, ক্রেমলিনের মধ্যে চাপা উত্তেজনার ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির দাবি আরও জোরালো হচ্ছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও অনিশ্চিত ও অস্থির হয়ে উঠছে।