ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এ গল্প, এক মা ও মেয়ের। ছোট্টবেলার নানান স্মৃতিকে আঁকড়ে বেঁচে ওঠা এক মা (Begni Ronger Alo)। তার একমাত্র ভরসা ছোট্ট মেয়েটি। শেষ পর্যন্ত মেয়েটি কি তার মাকে চিনে উঠতে পারবে? নাকি মেয়েকে মায়ের সব না বলা গল্পগুলো মনেই থেকে যাবে? পাশের লোকেরা তো তাকে চিনতে পারেনি, চিনতে চায়ওনি। তাই শেষ আশা তার ছোট্ট মেয়েটি। মায়ের কি নিজের মেয়েকে মনের মতো করে পাওয়া হবে? এমনি এক মা ও মেয়ের বোঝাপড়ার মেলবন্ধন নিয়ে আসছে ‘বেগনি রঙের আলো’ (Begni Ronger Alo)। যেখানে পরিচালক হিসাবে দেখা যাবে মানসী সিনহাকে (Manasi Sinha)। যিনি একাধারে বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন। তবে এই নিয়ে এটি তাঁর তৃতীয় ছবি পরিচালনা। সাথে প্রযোজকও নতুন। তাই সব মিলিয়ে এ এক অন্য স্বাদের ছবি।
ছবির শুটিং পর্ব (Begni Ronger Alo)
এই ছবিটির শুটিং শুরু হয়েছে ২ জুন থেকে (Begni Ronger Alo)। শুটিংটি হবে গোটা কলকাতা জুড়ে। আগামী ৩ ও ৪ জুন শুটিং হবে কলকাতার কাশিমিত্র ঘাটে। তার পরবর্তী অংশটি শুট করা হবে নিউটাউনের একটি ফ্ল্যাটে। মানসী সিনহার পরিচালনায় এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘পথচলতি গল্প’ প্রোডাকশন হাউস। প্রযোজনার দায়িত্বে রয়েছেন পৌলমী রায় ও বিশ্বরূপ চক্রবর্তী। এই সিনেমার চরিত্রে কাজ করছেন সোহিনী সরকার, চন্দন সেন, অর্পিতা ঘোষ, বিশ্বরূপ চক্রবর্তী, শুভম রায়, অঙ্কিতা ব্রহ্ম, অলোক সান্যাল, পূর্ণিমা গায়েন এবং ঊষসী চক্রবর্তী (শিশুশিল্পী)।
মূল চরিত্রে (Begni Ronger Alo)
এই ছবিটিতে মূল চরিত্রে রয়েছেন সোহিনী সরকার (Begni Ronger Alo)। একেবারে একজন ছাপোষা, ঘরোয়া নারী হিসাবেই দেখা যাবে তাঁকে। সাথে পরিচালনার দায়িত্বে মানসী সিনহা। তিনি যেন পরিচালক কম , মায়ের ভূমিকাই বেশি পালন করছেন। তাকে নিয়ে সোহিনী জানিয়েছেন, মানসী দি প্রচণ্ড কুল একজন মানুষ। তার সাথে কাজ করাতে কোনও ভয় নেই। এই নিয়ে বারংবারই তিনি মানসী সিনহার প্রশংসা করেছেন। ফ্লোরে ঢুকে কারোর যেন মনে হচ্ছে না যে তারা কোনও কাজ করছেন। উল্টে কারোর তরফে কোনও ভুল ভ্রান্তি হয়ে থাকলে তা নিয়ে যথেষ্ট ভালো ভাবে বুঝিতে দিচ্ছেন।

সোহিনীর প্রশংসা
অপরদিকে, মানসী সিনহা সোহিনীকে নিয়ে কাজ করতে করতে জানিয়েছেন, ও একজন অত্যন্ত দক্ষ একজন শিল্পী। ফ্লোরে কাজ করতে আসার আগে যথাযথ পড়াশোনা করে তবেই আসে। তাই ওকে নিয়ে কাজ করতে চাপ হয় না।
আরও পড়ুন: Projapoti 2: ইধিকা নন, এবার দেবের বিপরীতে নতুন নায়িকা! ফাঁস বড় সিক্রেট
যেভাবে কাজ চলছে
কাজে কোনও ভুল হয়ে থাকে কিংবা কোনও রাগ, ক্ষোভ থেকে থাকে তা তিনি কাজ শেষেই মিটিয়ে নেন। এছাড়াও, তিনি যে শুধু কাজ করছেন তা কিন্তু নয়। পাশাপশি তিনি সকলের জন্য যথেষ্ট চিন্তিত। যেন তিনি সবার ‘মায়ের ‘ দায়িত্ব পালন করছেন। তিনি আগেই দেখেন সকলে খেয়েছে কিনা। সবাইকে খাইয়ে নিয়ে তারপর নিজে শেষে খেতে বসেন।

গরমে শুটিং
এই গরমের মধ্যেও আউট ডোরেই চলছে শুটিং। সেজন্য সকলের স্বাস্থ্যের যথেষ্ট খেয়াল রাখছেন তিনি। টেকনিশিয়ানদের উদ্দেশ্যে মানসী বারবার বলছেন, সকলে জল খাও, মাথা ঢেকে রাখো। এই সবকিছুর মাঝে অভিনেত্রী সোহিনী নিজেও খুবই রিলাক্স থাকছেন। তীব্র গরমের শুটিং চললেও অভিনেত্রীর মুখে নেই কষ্টের ছাপ। কারণ, গঙ্গার ধারে ছবির শুটিং চলায় তিনি বেশ খুশি মুডেই রয়েছেন। যতবার গঙ্গাকে দেখছেন ততই যেন মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে তার। সাথে তিনি মনে রাখতে চাইছেন না যে গরম বলে কোনও অনুভূতি হচ্ছে। তাই কষ্টের কোনও ছাপ তার মুখে যেন নেই বললেই চলে।
আরও পড়ুন: Subhasree Ganguly: ন্যাড়া হলেন শুভশ্রী, পরনে গেরুয়া বসন! শুরু নতুন জার্নি?
ছবি নিয়ে যা ভাবছেন সকলে
পরিচালক মানসী সিনহার এই নিয়ে তৃতীয় ছবি হলেও, এবারের ছবি নিয়েও তিনি বেশ আশাবাদী। এর আগে দুটি গল্প যেমন দর্শকের মন ছুঁয়ে গেছে এবারেও তার পুরো টিম তাই আশা করছেন। একজন প্রযোজক ও অভিনেতা হিসাবে এই ছবিতে একেবারে নতুন ভাবে কাজ করছেন বিশ্বরূপ চক্রবর্তী। যাকে দেখা যাবে সোহিনীর স্বামীর চরিত্রে অভিনয় করতে। এছাড়াও, এই ছবিটিতে প্রযোজনার সংস্থা হিসেবে কাজ করছেন ‘পথচলতি গল্প’ প্রোডাকশন হাউস। এই হাউসও বিশ্বরূপের মতো এই প্রথম মানসী সিনহার সাথে কাজ করছেন। তারা মানসী সিনহাকে ভরসা করেছেন। সব মিলিয়ে এক অন্য প্রতিস্থাপনা। যেখানে রয়েছে ভালোবাসা, ভরসা, টানাপোড়েন, বোঝা পড়ার এক মেলবন্ধনের গল্প।