ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড (Bollywood) মেগাস্টার সলমন খানের ভাই আরবাজ খান (Arbaaz Khan)। সালমান খান (Salman Khan) বিয়ের পিঁড়িতে না বসলেও ভাই আরবাজ ইতিমধ্যে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন। বেশ কিছুদিন ধরেই আরবাজের বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। স্ত্রী সুরার (Sshura Khan) সাথে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় যান আরবাজ। সেখানে মুখোমুখি হয় আলোকিত্রীদের সাথে। আলোকিত্রীদের চোখে পরে আরবাজ স্ত্রীয়ের স্ফীতোদর। সেই ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। আর এই ভিডিও আরবাজের বাবা হওয়ার গুঞ্জনকে আরও বেশি করে উস্কে দিয়েছে। তবে কি সত্যি সুরা মা হতে চলেছেন? কী বললেন অভিনেতা?
মুখের হাসিতে সম্মতি প্রকাশ (Arbaaz Khan)
বুধবার রাতে রেস্তোরাঁ থেকে এই জনপ্রিয় দম্পতি বেরোনোর সময় মুখোমুখি হয় আলোকচিত্রীদের (Arbaaz Khan)। সুরার পরনে ছিল ফুল ছাপা খাটো পোশাক। আলোকচিত্রীরা আরবাজকে অভিনন্দন জানান। অভিনেতা সরাসরি কোনও উত্তর না দিলেও তাঁর মুখে মিষ্টি হাসি সম্মতি প্রকাশ পায়। অর্থাৎ তিনি বাবা হতে চলেছেন। সাথে স্ত্রী সুরাও মুখেও ফুটে ওঠে হাসি। আর এই মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর প্রকাশ্যে আনতে চান না! (Arbaaz Khan)
দম্পতিকে গাড়ির দিকে এগোতেই শোনা যায় একজন আলোকচিত্রকারী বলেন, “আরে যেতে দাও।” ততক্ষণে আরবাজ স্ত্রীকে যত্ন সহকারে গাড়িতে তুলে দিয়েছেন (Arbaaz Khan)। তিনিও পিছন ফিরে বলেন, “আপনারাও যেতে দিন। কোনও কোনও বিষয়ে বুঝতে হবে তো।” অর্থাৎ হয়ত তিনি এখনই প্রকাশ্যে বিষয়টি আনতে চাইছেন না। তবে তাতে ছবি প্রেমীরাও বিরক্তবোধ করেননি।
আরও পড়ুন: Alokananda Guha: ৬ বছর পর বিষ্ণুপ্রিয়া রূপে কামব্যাক! ভাগ্য খুলল অলকানন্দার?
আরবাজের জীবনসঙ্গী
আরবাজ খান একাধারে একজন অভিনেতা। অপরদিকে পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক। ২০২৩ সালে ডিসেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠানে সুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ। তাঁর প্রথম স্ত্রী ছিল মালাইকা অরোরা। আর এই দাম্পত্য তাঁদের এক পুত্র রয়েছে আরহান। তার বয়স ২১ বছর। ২০১৭ সালে মালাইকার সাথে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর একাধিক বছর অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা আরবাজ। কিন্তু জীবনসঙ্গী হিসেবে বেছে নেন রূপসজ্জা শিল্পী সুরা খানকে।
আরও পড়ুন: Jeetu Kamal Interview: বিয়ের পরেও ভালোবাসার মানুষ খুঁজছেন শুভশ্রী! নায়িকার ভরসা জিতু?
বাড়ছে গুঞ্জন
অনেকেরই মনে প্রশ্ন, অভিনেতা ৫৭ বছর বয়সে সত্যি বাবা হচ্ছেন? তবে তাঁদের দীর্ঘদিন প্রেম ও পরে পারিবারিক সম্পর্কে আবদ্ধ হওয়া আর তাঁদের নতুন সদস্য আসার খবরে খুশি অনেকেই। সুরার মা হবার খবর সত্যি কিনা তা অভিনেতা আরবাজ এখনও স্পষ্ট করে কিছু জানাননি। তাই পুরোটা বিষয়টাই গুঞ্জনের মধ্যে রয়ে গেছে।