Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগে মন্দির উদ্বোধনের সময় দেখা গিয়েছিল ব্যাপক উন্মাদনা ও (Mamata Banerjee) উৎসবের পরিবেশ। একদিন আগে মহাসমারোহে স্নানযাত্রা সম্পন্ন হয়েছিল। সেই সময়ই গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছিল। এবারও সেই রকমই বা বলা যায় এর থেকে আরো কঠোরনিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রথযাত্রার জন্য বড় প্রস্তুতি (Mamata Banerjee)
দিঘায় এই বছর রথযাত্রার জন্য ইতিমধ্যে বড় প্রস্তুতি (Mamata Banerjee) শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে রথ নিয়ে বড় বৈঠক করেন এবং একগুচ্ছ নির্দেশনা প্রদান করেন। মুখ্যমন্ত্রী নিজে রথযাত্রার দিন দিঘায় থাকবেন এবং তিনি নিজে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করবেন বলে জানানো হয়েছে। এই রীতি ইতিমধ্যে রীতিমতো উৎসাহ ও জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
দুই লক্ষ মানুষের সমাগম (Mamata Banerjee)
রথযাত্রার দিন প্রায় দুই লক্ষ মানুষের সমাগম হবে বলে ধারণা (Mamata Banerjee) করা হচ্ছে। তাই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং দর্শনার্থীদের যাতে পর্যাপ্ত সুযোগ পাওয়া যায় তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।
প্রশাসন ইতিমধ্যে প্রস্তুত
রথ টানার সময় পুণ্যার্থীরা রথের দড়ি স্পর্শ করতে পারবেন, তবে নিরাপত্তার কারণে রথ টানার কাজ শুধু নির্দিষ্ট কিছু স্বেচ্ছাসেবক এবং সাধু সন্তরা করবেন। এ নিয়ে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে প্রস্তুত। দিঘার সব হোটেল ইতিমধ্যেই ওই সময়ের জন্য বুক হয়ে গেছে। বাড়তি ভিড়ের কারণে হোটেল কালোবাজারি হওয়ার আশঙ্কা থাকায় প্রশাসন আগেভাগেই সতর্ক।
প্রসাদ ও খাবার বিতরণের ব্যবস্থা
স্থানীয় প্রশাসন মে আই হেল্প ইউ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, জলছত্র, বিনামূল্যে প্রসাদ ও খাবার বিতরণের ব্যবস্থা রাখছে। এতে করে আগত দর্শনার্থীরা সুষ্ঠুভাবে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো অসুবিধায় পড়বেন না। মুখ্যমন্ত্রী বিশেষ করে স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, সুজিত বসু ও অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব দিয়ে রেখেছেন যাতে তারা রথযাত্রার সময় পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পারেন।

আরও পড়ুন: Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনায় অজানা ভয়ে শিল্পীরা, প্রাণ নিয়ে ফেরা অনিশ্চিত!
এছাড়া রথযাত্রার দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় দুর্যোগ মোকাবেলার জন্য এনডিআরএফ এবং এসডি আরএফ বিশেষ দল নিয়ে থাকবেন। সমুদ্র স্নানের সময় তীর্থযাত্রীদের যাতে কোনো ঝুঁকি না থাকে তাও খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দিঘার রথযাত্রা উৎসবটি নিরাপদ, সুষ্ঠু ও স্মরণীয় হয়ে উঠবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।