ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোটবেলার নস্টালজিয়াকে ফিরিয়ে (Bikram Chatterjee) এনেছে ‘ রাস ‘ ছবি। রাসে সোমনাথ চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)। বাঙালিদের প্রিয় একটি সিনেমা হল ‘ নন্দন ‘(Nandan)। আর সেই নন্দনেই দেখানো হবে না ‘রাস ‘ (Raas) ছবি। এ খবর রাস ছবির ডিরেক্টর প্রোডিউসরের কাছ থেকে জানতে পেরেছেন অভিনেতা বিক্রম (Bikram Chatterjee)। ট্রাইব টিভির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সাথে। কী বললেন অভিনেতা এ বিষয়ে? নন্দনে কেন দেখানো হবে না রাস সিনেমা? দর্শকদের কাছে কী আবেদন রাখলেন তিনি?
বাঙালিদের নস্টালজিয়া (Bikram Chatterjee)
বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি অর্থাৎ বলা যেতে পারে, যৌথ বাঙালি (Bikram Chatterjee) পরিবারের ওঠাপড়া , ভালোবাসার গল্প নিয়ে তৈরি ‘রাস ‘ ছবি । মানিকপুরের চক্রবর্তী বাড়িকে কেন্দ্র করে এই ছবির গল্প। দেশের মাটিতে সোমনাথ কাছের মানুষদের সাথে কিভাবে জড়িয়ে যাবে তা ফুটে উঠেছে রাস ছবিতে। সোমনাথ চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়কে (Bikram Chatterjee)। অভিনেতার মতে, বাঙালির নস্টালজিয়া এবং নিজেদের ভালোবাসা দিয়ে গড়া এই সিনেমা । এখনও পর্যন্ত যারা যারা দেখেছেন বা নানা পোর্টালে ‘রাসে’র (Raas) প্রতিক্রিয়া দেখলে বা এই ছবির রিভিউ নিলে দেখা যাবে খুব পজেটিভ। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে ছবিটি। আর সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমাটি নন্দন বা রাধা স্টুডিওতে দেখানো হবে না শুনে সত্যিই অভিনেতার মন ক্ষুন্ন হয়েছে।
কী কারণে বন্ধ ‘রাস ‘ ? (Bikram Chatterjee)
অভিনেতা জানান, কি কারনে কয়েকটি সিনেমা হলে রাস (Bikram Chatterjee) ছবি বন্ধ রাখা হয়েছে, তা একমাত্র কর্তৃপক্ষ বলতে পারবেন। আর প্রোডিউসার ডিরেক্টর যাঁদের কাছে জানানো হয়েছে, তাঁরা বলতে পারবেন এ বিষয়ে।
বাংলা সিনেমার ভবিষ্যৎ
অভিনেতা মনে করেন , এই মুহূর্তে বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে কমেন্ট করা ঠিক হবে না। কারণ যখন কেউ ইমোশনালি এফেক্টেড হয়, তখন আরও চারটি বিষয় নিয়ে মন্তব্য করতে গেলে সেই মনের প্রভাব তাতে পড়ে। এখন ‘রাস ‘সিনেমা নিয়ে আলোচনা করার সময়। যেখানে যে সিনেমা বাঙালিদের ভালো লাগছে এবং যারা যারা এখনও পর্যন্ত দেখেছেন তারা রাসকে অনেকটাই ভালোবাসা দিয়েছেন। তাছাড়া সিনেমা তৈরি করা হয় মানুষের ভালোবাসা বা তাদের পছন্দ হবে, ছবিটি হাউসফুল হবে সেটাই কামনা করে। সেটাই হচ্ছিলও। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে দু-দুটি হল থেকে বন্ধ হয়ে গেল রাস । ব্যাপারটা প্রচন্ড মর্মান্তিক অভিনেতার কাছে।
টিকিটের দাম কম
আসলে নন্দন স্টুডিওতে আর পাঁচটা হলের থেকেও টিকিটের দাম খুবই কম থাকে। আর আজকের দিনে পশ্চিমবঙ্গে এমন হল খুব কম আছে । তাই দর্শকদের এটা বড় সুযোগ সিনেমা দেখার। আর এমন দুটি হলেই সিনেমা প্রদর্শনী থেকে বঞ্চিত করা হলো।
আরও পড়ুন: Weather Forecast: বর্ষা আসতে এখনও দেরি, গরমে নাজেহাল বঙ্গবাসী!
দর্শকদের কাছে আবেদন
অভিনেতার মতে ,আজকের দিনের দাঁড়িয়ে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলতে চান না তিনি। তবে ভালো বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর কথা বলেছেন । যে সিনেমা দর্শকদের মনে হচ্ছে ভালো, দেখতে ইচ্ছা করবে, অবশ্যই দেখবেন। তিনি দর্শকদের সিনেমা হলে গিয়ে দেখার কথা বলেছেন । কারণ টিভি কিংবা ওটিটিতে আসতে একটু সময় লাগে। তাছাড়া বিক্রম মনে করেন , দর্শকদের ভালো লাগার জন্যই সিনেমা তৈরি। আর সেটা ভালো লাগলে আবারও সিনেমা বানাবেন তাঁরা । অভিনেতা ( Bikram Chatterjee) আরও একটি রিকোয়েস্ট করেছেন দর্শকদের কাছে , তাঁরা যেন অন্য কোনও হলে যেখানে ‘রাস ‘ চলছে, যদি দয়া করে একটু দেখতে পারেন তাহলে ভালো। এটা অভিনেতার তরফ থেকে কিংবা ‘রাসে’র অংশ হিসেবে দর্শকের কাছে আবেদন তাঁর।