ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ১৫ আগস্ট (EPL New Season Schedule) অ্যানফিল্ডে বোর্নমাউথের মুখোমুখি হবে, যেখানে তারা মরসুমের প্রথম ম্যাচ খেলবে।
আগস্ট ১৫ থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মরসুম (EPL New Season Schedule)
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২০২৬ মরসুম শুরু হতে চলেছে ১৫ই আগস্ট (EPL New Season Schedule)। বুধবার নতুন মরসুমের পূর্ণাঙ্গ ফিক্সচার তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। তার মধ্যেই নজর কেড়েছে প্রথম সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচ—ম্যানচেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল, যা হবে রবিবার বিকেলে।
ঘরের মাঠে শুরু লিভারপুলের, প্রতিপক্ষ বোর্নমাউথ (EPL New Season Schedule)
শিরোপা রক্ষা করার অভিযানে নামছে লিভারপুল (EPL New Season Schedule)। তারা প্রথম ম্যাচ খেলবে ১৫ আগস্ট, ঘরের মাঠে বোর্নমাউথের বিরুদ্ধে। নতুন কোচ আর্নে স্লট-এর অধীনে এই প্রথম প্রিমিয়ার লিগ অভিযান শুরু করতে চলেছে লিভারপুল।
সিটি যাচ্ছে উলভসের ঘরে, কঠিন সূচি স্লটের সামনে
ম্যানচেস্টার সিটি, যাদের কোচ পেপ গুয়ার্দিওলা সপ্তম প্রিমিয়ার লিগ শিরোপার দিকে তাকিয়ে রয়েছেন, তারা ১৬ আগস্ট প্রথম ম্যাচ খেলবে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে, অ্যাওয়ে মাঠে। পরের সপ্তাহেই লিভারপুলের সামনে চ্যালেঞ্জিং সফর নিউক্যাসলে। তার ঠিক পরেই আর্সেনালের সঙ্গে খেলবে ঘরের মাঠে।
আর্সেনালের শুরুটাও খুব একটা সহজ নয়। প্রথম ছয় ম্যাচে তাদের খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং নিউক্যাসলের মতো প্রতিপক্ষদের বিরুদ্ধে।
নতুন মাঠে এভারটনের প্রথম ম্যাচ ২৩ আগস্ট
গত মরসুমের শেষে গুডিসন পার্ককে বিদায় জানিয়েছে এভারটন। এবার তারা খেলবে তাদের নতুন ৫৩,০০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক স্টেডিয়ামে, ব্র্যামলি-মুর ডকে। সেখানে প্রথম ম্যাচ ২৩ আগস্ট, প্রতিপক্ষ ব্রাইটন।
টটেনহ্যামের হয়ে টমাস ফ্র্যাঙ্কের অভিষেক ১৬ আগস্ট
টটেনহ্যামের নতুন কোচ টমাস ফ্র্যাঙ্ক তার প্রিমিয়ার লিগ অভিষেক করবেন ১৬ আগস্ট, বার্নলির বিরুদ্ধে ঘরের মাঠে। তার ঠিক তিন দিন আগেই, ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম খেলবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে ইউরোপীয় সুপার কাপে।
ফের প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড ও লিডস
২০১৬-১৭ মরসুমের পর আবার প্রিমিয়ার লিগে ফিরেছে সান্ডারল্যান্ড। তারা প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে, ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। অন্যদিকে লিডস ইউনাইটেড, যারা দুই বছর পরে প্রিমিয়ার লিগে ফিরেছে, তাদের প্রথম ম্যাচ এভারটনের বিরুদ্ধে।
মে ২৪-এ শেষ হচ্ছে মরসুম
২০২৫-২৬ মরসুমের শেষ দিন হবে ২৪ মে ২০২৬। তার আগে চলবে রুদ্ধশ্বাস লড়াই, নতুন চ্যাম্পিয়ন খোঁজার।