ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সময়ে, নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) আট নম্বরে ব্যাট করতে নেমে তাঁর প্রথম আন্তর্জাতিক শতরান করেন। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে এই শতরান ভারতকে লড়াইয়ের সুযোগ করে দেয়। তাঁকে যোগ্য সহায়তা করেন নয় নম্বর ব্যাটার ওয়াশিংটন সুন্দর। রেড্ডির সঙ্গে জুটি বেঁধে তিনি একটি অর্ধশতরান করেন।
শেষ সেশনের খেলা (Nitish Kumar Reddy)
দিনের শেষ সেশনে, ৯৯ রানে দাঁড়িয়ে নীতীশ (Nitish Kumar Reddy) একটি বল মিড-অন অঞ্চলে পাঠিয়ে চার মেরে তাঁর প্রথম আন্তর্জাতিক শতরান সম্পূর্ণ করেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (MCG) পরিবেশ এই সময়ে আবেগঘন হয়ে ওঠে। নীতীশের বাবা কৃতজ্ঞতা জানিয়ে এবং আনন্দের চোখের জল ফেলেন গ্যালারিতে। ব্যাটিং শেষ করে প্যাভিলিয়নে ফেরার সময় অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা তাঁকে প্রশংসা করেন এবং ভারতীয় দলের সদস্যরা তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানান।
অপরাজিত নীতীশ (Nitish Kumar Reddy)
নীতীশ (Nitish Kumar Reddy) ৫৯.৬৬ স্ট্রাইক রেটে ১৭৬ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা। অপরদিকে, ওয়াশিংটন সুন্দর ১৬২ বলে ৫০ রান করেন। সরকারি সম্প্রচারকারীদের মতে, টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথমবার আট এবং নয় নম্বর ব্যাটার একই ইনিংসে ১৫০-র বেশি বল খেলেন।
আরও পড়ুন: Fact Checked: একসঙ্গে সময় কাটাচ্ছেন না শামি-সানিয়া, এআই ব্যবহারে ছড়াছে ভুল তথ্য
মাইলফলক
এই সেঞ্চুরির মাধ্যমে নীতীশ একটি অনন্য মাইলফলক স্পর্শ করেন। তিনি অস্ট্রেলিয়ায় টেস্টে সেঞ্চুরি করা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হয়ে ওঠেন। তাঁর আগে রয়েছেন শচীন তেন্ডুলকর এবং ঋষভ পন্থ। শচীন ১৯৯২ সালে ১৮ বছর ২৫৬ দিনে তাঁর প্রথম সেঞ্চুরি করেছিলেন। ঋষভ পন্থ ২০১৯ সালে ২১ বছর ৯২ দিনে সিডনিতে এই কীর্তি গড়েন। নীতীশ এই মাইলফলক অর্জন করেন ২১ বছর ২১৬ দিনে।
স্কোর
তৃতীয় সেশনের শুরুতে ভারত ৩২৬/৭ রানে ব্যাট করছিল। নীতীশ (৮৫) এবং ওয়াশিংটন (৪০) অপরাজিত ছিলেন। এই দুই ব্যাটার ১২৭ রানের পার্টনারশিপ গড়ে ভারতের ব্যাটিংকে বিপর্যয় থেকে রক্ষা করেন।
তাদের দৃঢ় ও সাহসী ব্যাটিং অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান তৈরি করে। তবে মেলবোর্নে আলোর অবস্থার অবনতি ও বৃষ্টির কারণে আম্পায়াররা তৃতীয় দিনের খেলা সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হন।
তৃতীয় দিনের শেষে ভারত ৩৫৮/৯ রানে দাঁড়িয়ে। নীতীশ (১০৫) ও মোহাম্মদ সিরাজ (২) অপরাজিত ছিলেন ক্রিজে। ভারত এখনও ১১৬ রানে পিছিয়ে রয়েছে।