ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Weather Report) সৃষ্টি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের স্থলভাগে সরে এসেছে। এই নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী অঞ্চল ও রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে।
দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা (Weather Report)
দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির (Weather Report) সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও বেশ কিছু জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে শুক্রবার থেকে আবারও ভারী বৃষ্টির প্রবণতা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায়।
ঘনিয়ে আসছে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Report)
শনিবার ও রবিবার সপ্তাহান্তে আবারও ঘনিয়ে আসছে (Weather Report) ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে এবং রবিবার পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা কম নয়। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কালিম্পং ও কোচবিহারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ আকাশ থাকবে প্রধানত মেঘলা। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৭ শতাংশ, যা অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারে বৃষ্টি না হলে।
আরও পড়ুন: Indian Railway: জুলাই থেকে রেলের নতুন ভাড়া, যাত্রীদের জন্য একাধিক পরিবর্তন!
উত্তাল হতে চলেছে সমুদ্র
অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে চলেছে সমুদ্র। দমকা হাওয়ার গতি পৌঁছাতে পারে ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘণ্টা। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে সমুদ্র উত্তাল থাকায়, বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।