ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বইমেলায় স্টল দেওয়ার অনুমতি দেয়নি বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এপিডিআর (APDR)। আগামী সোমবার মামলার শুনানি।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এপিডিআর (High Court)
আসন্ন কলকাতা বইমেলায় স্টল বন্টনে বেনিয়মের অভিযোগ তুলে এবং তাদের স্টল না দেওয়ায় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হয়েছিল এপিডিআর। মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এপিডিআর-এর অভিযোগ ছিল, প্রতি বছর তারা কলকাতা বইমেলায় স্টল দেয়। কিন্তু এ বছর তাদের স্টল দেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার না বললে বইমেলায় বাংলাদেশকে অংশগ্রহণের অনুমতি দেবে না বলে জানিয়েছিল গিল্ড।
সম্প্রতি তার বিরোধিতা করে এপিডিআর। সেই কারণেই তাদের এ বছর বইমেলায় (Kolkata Bookfair) স্টল দেওয়া হয়নি বলে অভিযোগ এপিডিআর-এর। কিন্তু গত ১০ জানুয়ারি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা এপিডিআর-কে বইমেলায় স্টল দেওয়ার অনুমতি দেননি। এবং মামলাটি খারিজ করে দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কোনও সরকারি প্রতিষ্ঠান নয়, তাই তারা নিজেদের মতো নিয়ম করে কর্মসূচি পালন করতেই পারে।
আরও পড়ুন: RG Kar Case: আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, সঞ্জয়ের সাজা ঘোষণার পর প্রথম
তাছাড়া, এপিডিআর-এর কোনও রেজিস্ট্রেশন নেই। তাই তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এপিডিআর-এর এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের এপিডিআর-এর বইমেলায় স্টল দেওয়ার আবেদন খারিজের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আবেদন করল এপিডিআর। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।