ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিষ শাস্ত্র অনুসারে স্বপ্নে(Dream Meaning) আমরা যা দেখি, অবশ্যই তার নির্দিষ্ট কোনো না কোনো অর্থ থাকে। কোনও কোনও স্বপ্ন অশুভ এবং কোনও কোনও স্বপ্ন শুভ ইঙ্গিত দিয়ে থাকে আমাদের। আপনি কি স্বপ্নে বারবার গরু দেখছেন? তাহলে জীবনে আসতে চলেছে কিছু পরিবর্তন।
জীবনে কী ঘটবে তার ইঙ্গিত স্বপ্নে (Dream Meaning)
স্বপ্নে আমরা যা দেখি, তার ব্যাখ্যা পাওয়া যায় স্বপ্নশাস্ত্রে(Dream Meaning)। বৈদিক জ্যোতিষেরই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল স্বপ্নশাস্ত্র। আমাদের জীবনে কী ঘটতে চলেছে তার ইঙ্গিত পাওয়া যায় স্বপ্নের মধ্যে। স্বপ্নে আমরা যা দেখি, সেই সবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে থাকে। কোনও কোনও স্বপ্ন যেমন ভবিষ্যতের শুভ ইঙ্গিত দেয়, তেমনই আবার কোনও কোনও স্বপ্ন ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে চলেতে বলে আগাম সংকেত দিয়ে থাকে বলে জানা যায় স্বপ্ন শাস্ত্রে।
স্বপ্নে গোরু দেখার অর্থ (Dream Meaning)
স্বপ্নে আমরা অনেক সময় বিভিন্ন প্রাণীকে দেখে থাকি। আজ জেনে নেওয়া যাক স্বপ্নে গোরু দেখার কী অর্থ হয়ে থাকে(Dream Meaning)। হিন্দু ধর্মে গোরু অত্যন্ত মঙ্গলময় একটি প্রাণী। গোরুকে হিন্দুরা মাতৃরূপে আরাধানা করে থাকে। তাই স্বপ্নশাস্ত্র অনুসারে গোরুর স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। এই স্বপ্ন জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের ইঙ্গিত দেয়।
আরও পড়ুন:Ganesh Puja: স্বাধীনতা আন্দোলনেও জড়িয়ে গণেশ পুজো, জানুন পুজোর সঠিক নিয়ম
বিভিন্ন ধরনের গোরুর স্বপ্নের অর্থ
সাদা গোরুর স্বপ্ন দেখলে চাঁদ ও শুক্রের শুভ প্রভাব পাওয়া যায়(Dream Meaning)। এর ফলে জীবনে প্রেম, বিলাসিতা ও ধর্মীয় ভাব বৃদ্ধি পায়। কালো গোরুর স্বপ্ন দেখলে শনির কুনজর কেটে যায়। এর ফলে আপনি পরিশ্রমের সুফল লাভ করতে পারেন। লাল গোরুর স্বপ্ন দেখলে মঙ্গলের শুভ প্রভাব পাওয়া যায়। এই স্বপ্ন সৌভাগ্য ও শক্তির প্রতীক।

কোন সময় গোরুর স্বপ্ন দেখা শুভ?
রাত্রিবেলা ৩টে থেকে সূর্যোদয়ের মধ্যে গোরুর স্বপ্ন দেখলে সাতদিনের মধ্যে আপনি সুফল পাবেন। মধ্যরাতে গোরুর স্বপ্ন দেখলে এক মাসের মধ্যে সুফল পাবেন। মধ্যরাতের ঠিক আগে গোরুর স্বপ্ন দেখলে আপনি এক বছরের মধ্যে সুফল পাবেন। সূর্যোদয়ের ঠিক আগে গোরুর স্বপ্ন দেখলে সঙ্গে সঙ্গেই তার ফল পাওয়া যায়। যদি দিনের বেলা ঘুমের মধ্যে কোনও স্বপ্ন দেখেন, তার কোনও ফল পাওয়া যায় না। এক রাতে একাধিক স্বপ্ন দেখলে কেবল শেষ স্বপ্নের ফলই পাওয়া যায়।
আরও পড়ুন:Rahu Transit: শনির ঘরে আসছে রাহু, ভাগ্য খুলবে এই তিন রাশির
স্বপ্ন দেখলে কী করবেন?
গরুর স্বপ্ন দেখলে পরদিন সকালবেলা গোরুকে গুড় ও ছোলা খাওয়ান। এর ফলে আপনার জীবনে পজিটিভ এনার্জির প্রভাব বাড়বে। এবং জীবনে তার শুভ প্রভাব পড়বে।