ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকাল চুলের (Hair Care) যত্নে নানা রকম ট্রিটমেন্টের প্রচলন রয়েছে। স্পা, কেরাটিন, ডিপ কন্ডিশনিং সবই পাওয়া যায় স্যালোঁতে। তবে সবার পক্ষে নিয়মিত স্যালোঁয় যাওয়া সম্ভব হয় না। সময় এবং খরচ দুটোই এক একটি বড় কারণ। তাই অনেকেই ঘরে বসেই চুলের যত্ন নিতে চান। ঘরোয়া উপায়ে চুলের পরিচর্যার ক্ষেত্রে চায়ের লিকার এবং কফির ব্যবহার বেশ জনপ্রিয়। কিন্তু এদের মধ্যে কোনটি বেশি কার্যকর, সেটা জানাটাও জরুরি।
চায়ের ব্যবহার (Hair Care)
গ্রিন টি কিংবা কালো চা দুই ধরনের চাতেই রয়েছে (Hair Care) প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেনটরি উপাদান। এগুলো মাথার ত্বক সুস্থ রাখতে সাহায্য করে এবং চুলের গোড়াকে শক্তিশালী করে। এছাড়া এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান স্ক্যাল্পে ইনফেকশনের ঝুঁকি কমায়।
গ্রিন টি (Hair Care)
বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি-তে রয়েছে ভিটামিন বি এবং (Hair Care) প্যান্থেনল, যা চুলে আর্দ্রতা ধরে রাখে এবং চুলকে করে তুলতে পারে আরও মসৃণ ও কোমল। আবার কালো চা ব্যবহার করলে পাকা চুলে প্রাকৃতিক ভাবে রঙ ধরে। তাই যাঁদের চুলে হালকা পাক ধরেছে, তাঁদের জন্য এটি হতে পারে উপকারী বিকল্প।
ব্যবহারবিধি
সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। ২ কাপ জলে চা-পাতা ভিজিয়ে রেখে ঠান্ডা করে নিন। ছেঁকে স্প্রে বোতলে ভরে, শ্যাম্পুর পর ভেজা চুলে স্প্রে করুন। এক ঘণ্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
কফির গুণ
কফি শুধু পানীয় নয়, চুলের যত্নেও এর অসাধারণ ভূমিকা রয়েছে। মাথার ত্বকে জমে থাকা ধুলো, তেল ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে কফি। এতে থাকা ক্যাফিন চুলের ফলিকলকে উদ্দীপিত করে, ফলে চুল দ্রুত বাড়ে। পাশাপাশি, ফ্ল্যাভোনয়েডস চুলে আর্দ্রতা ধরে রাখে এবং জেল্লা বাড়ায়। এমনকি, পাকা চুল প্রতিরোধেও এটি সহায়ক।
ব্যবহারবিধি
এক কাপ গরম জলে কফি মিশিয়ে ঠান্ডা করে নিন। তারপর শ্যাম্পুর পর স্প্রে বোতলে ভরে ভেজা চুলে স্প্রে করুন। ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন।
কোনটি বেশি কার্যকর?
চা ও কফি দু’টিই চুলের জন্য উপকারী। তবে কার স্ক্যাল্প কেমন তার উপর নির্ভর করে কোনটি ব্যবহার করবেন। যদি স্ক্যাল্প সেনসিটিভ হয়, তাহলে চা-ই হবে উত্তম পছন্দ। আবার যদি আপনি এক্সফোলিয়েট করতে চান বা চুলে দ্রুত জেল্লা চান, কফি হতে পারে আদর্শ।
আরও পড়ুন: Monsoon mood swings : বৃষ্টির দিনে বিষণ্ণতা ঘিরে ধরছে? জানুন মন ভালো রাখার সহজ উপায়
চা এবং কফি দুটোর মধ্যেই রয়েছে প্রাকৃতিক উপাদান যা চুলের যত্নে কার্যকর। নিয়মিত ব্যবহার করলে আপনি পেতে পারেন প্রাকৃতিক উপায়ে ঝলমলে ও মজবুত চুল।