Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগের (Calcutta High Court) ক্ষেত্রেও টাকার লেনদেন হয়েছিল! সুপার নিউমেরারি মামলায় হাইকোর্টে বিস্ফোরক দাবি সিবিআই-এর।
উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগেও দুর্নীতি (Calcutta High Court)
অতিরিক্ত শূন্যপদে নিয়োগের জন্যও টাকার লেনদেন হয়েছিল। উচ্চ প্রাথমিকে এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষায় সুপার নিউমেরারি মামলায় মঙ্গলবার হাইকোর্টে (Calcutta High Court) এমনই বিস্ফোরক দাবি করল সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানিতে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আদালতের প্রশ্নের মুখে সিবিআই-এর আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে জানান, ‘কতজন টাকা দিয়েছেন, সেটা এখনই আলাদা করে বলা সম্ভব নয়। কতজন টাকা দিয়েছেন, তা বলতে গেলে তদন্ত করতে হবে (Calcutta High Court)। তদন্ত শুরু করতে হলে এবং এফআইআর করতে হবে। তার জন্য লাগবে কোর্টের অনুমতি।’
সিবিআই-এর আইনজীবীর দাবি (Calcutta High Court)
শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় (Calcutta High Court) অতিরিক্ত শূন্য পদে নিয়োগের জন্য কত জন টাকা দিয়েছেন, তা তদন্তে আলাদা করা কেন সম্ভব নয় জানাতে গিয়ে সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, এফআইআর দায়েরের ব্যাপারে এখনও রাজ্যের অনুমোদন মেলেনি। সে ক্ষেত্রে তাই সমস্যা হচ্ছে। তাছাড়াও সুপার নিউমেরারি মামলার তদন্ত চললেও এই ধরনের নিয়োগ দুর্নীতির মামলাগুলো একে অপরের সঙ্গে যুক্ত। তাই সে ক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন। আদালতের অনুমতি পেলে তারা তদন্ত শুরু করবে। তখন বিচারপতি বসু জানান, এই বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। আগামী ৪ জুলাই হাইকোর্টে শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলার ফের শুনানি।
নিয়োগে স্থগিতাদেশ আদালতের
উল্লেখ্য, উচ্চপ্রাথমিকে এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষায় সুপার নিউমেরারি নিয়োগের মামলায় নিয়োগের উপর আগেই স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে গেলেও বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনরকম হস্তক্ষেপ করেনি। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন : BJP State President: পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি কে? ৩ জুলাই বঙ্গ-বিজেপির নতুন সভাপতি ঘোষণা
নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টেরও
২০১৬ সালে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসার পর স্কুলের চাকরিতে অতিরিক্ত শূন্য পদ অর্থাৎ সুপার নিউমেরারি পোস্ট তৈরির সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল বলে অভিযোগ ওঠে। প্রায় ৬ হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরি করে এসএসসিতে নিয়োগ করা হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছিল বলে অভিযোগ করে মামলাকারীরা। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশে জানিয়েছিল প্রয়োজনে রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দারস্থ হয় রাজ্য। তারপর, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে দেশের সর্বোচ্চ আদালত। তবে, সুপার নিউমেরারি পদে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন : Kasba: কসবা কাণ্ডের জের, কলেজের কর্মী পদ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত
আদালত অবমাননার মামলাও বিচারাধীন
মামলা দীর্ঘায়িত হওয়ায় শরীরশিক্ষাও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা হাইকোর্ট অভিযান করেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি নিয়ে তাঁরা হাইকোর্টের পাশের রাস্তায় বিক্ষোভ দেখান। আক্রান্ত হন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম সহ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যরা। সেই ঘটনায় বিচারপতি এবং আইনজীবীদের অপমান ও আদালত অবমাননার মামলা হয় হাইকোর্টে। বর্তমানে সেই মামলাও চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে।