ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টানা কয়েক দিনের বৃষ্টিপাত ও ঝোড়ো (Weather Forecast) হাওয়ার পর বুধবার সকালেই রোদ উঠেছে কলকাতায়। মেঘলা আকাশ কিছুটা পরিষ্কার হলেও বাড়ছে গরমের অস্বস্তি। সকাল থেকেই সূর্যের দেখা মিললেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র হচ্ছে শহরজুড়ে।
বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ভারী (Weather Forecast) বৃষ্টির সম্ভাবনা কম। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।
পশ্চিমবঙ্গ ছেড়ে সরেছে নিম্নচাপ (Weather Forecast)
বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খন্ডের (Weather Forecast) দিকে সরে গেছে। এর প্রভাবেই বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

রাজ্যের আবহাওয়ায় আবারও পরিবর্তন
আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে রাজ্যের আবহাওয়ায় আবারও পরিবর্তন আসবে। সেই দিন থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়াতে বৃহস্পতিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার সেই বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান ও নদিয়া জেলায়।
আরও পড়ুন: NHAI: ইনদোরে ৪০ ঘণ্টার ভয়াবহ যানজট! মৃত তিন, দায় এড়াতে ‘অবাক করা’ যুক্তি এনএইচএআই-এর!
উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব
উত্তরবঙ্গেও বর্ষার প্রভাব থাকছে সপ্তাহজুড়ে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি কমেনি।