Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহু প্রতীক্ষিত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (India US Trade Deal)। যদিও এখনও পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়নি, তবে উভয় দেশের প্রতিনিধিরা আলোচনায় আশার জায়গা দেখছেন। হোয়াইট হাউসে চলা দর কষাকষির মধ্যেই ট্রাম্প (Donald J. Trump) ঘোষণা করলেন, “ভারতের সঙ্গে একটি ভিন্ন ধরনের চুক্তি হতে চলেছে। চুক্তি চূড়ান্ত হলে দুই দেশের মধ্যে কম শুল্কে বাণিজ্যের পথ খুলে যাবে।”
৯ জুলাইয়ের ডেডলাইন ঘিরে চাপ (India US Trade Deal)
বর্তমানে আমেরিকার নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, যার সময়সীমা শেষ হবে ৯ জুলাই(India US Trade Deal)। ট্রাম্প আগেই জানিয়েছেন, এই সময়সীমা আর বাড়াতে চান না তিনি। তার আগেই চুক্তি সম্পন্ন করতে মরিয়া দুই দেশ। এই পরিপ্রেক্ষিতে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এখন ওয়াশিংটনে অবস্থান করছে। সূত্রের খবর, ৮ জুলাইয়ের মধ্যেই অন্তর্বর্তী একটি চুক্তি ঘোষণা করা হতে পারে।
মূল মতবিরোধ কোথায়? (India US Trade Deal)
বাণিজ্যচুক্তির ক্ষেত্রে এখনও একাধিক বিষয়ে মতবিরোধ রয়ে গিয়েছে। প্রধানত তিনটি খাত নিয়ে আলোচনা চলছে—
- গাড়ির যন্ত্রাংশ
- ইস্পাত
- কৃষিজাত পণ্য ও দুগ্ধজাত পণ্য
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষিজাত পণ্যে আমেরিকার অতিরিক্ত শুল্কছাড়ের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। বিশেষত ভারতীয় কৃষকদের স্বার্থে এই অংশে ছাড় দিতে নারাজ নয়াদিল্লি। একটি সূত্র জানিয়েছে, “আমেরিকা ভারতের কৃষি ও দুগ্ধ খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী। তবে ভারতের অভ্যন্তরীণ বাজার ও কৃষক-নির্ভর ব্যবস্থার কারণে তা এখনই সম্ভব নয়।”

আরও পড়ুন: Sudden Death : কোভিড টিকা আর অকালমৃত্যুর কোনও যোগ নেই, জানাল আইসিএমআর-এমস যৌথ গবেষণা
ট্রাম্পের কৌশলগত বার্তা (India US Trade Deal)
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে(India US Trade Deal)। তিনি বলেন— “আমি মনে করি আমরা ভারতের সঙ্গে একটা চুক্তি করতে যাচ্ছি। এটি একটি নতুন ধরনের চুক্তি হবে এবং এতে বিশ্ববাজারে প্রতিযোগিতার দরজা খুলবে।” চুক্তিটি এখন হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক-এর নেতৃত্বে খসড়া করা হচ্ছে। তার পর ভারতের সঙ্গে তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

সম্ভাব্য অন্তর্বর্তিকালীন চুক্তি (India US Trade Deal)
কেন্দ্রীয় প্রশাসনের এক সূত্র জানিয়েছে, “চূড়ান্ত চুক্তির আগে একটি অন্তর্বর্তিক চুক্তি ঘোষণা হতে পারে আগামী ৮ জুলাই(India US Trade Deal)। তাতে মূলত শুল্ক ছাড়ের কাঠামো ও ভবিষ্যৎ বাণিজ্যপথের রূপরেখা স্পষ্ট করা হতে পারে।”
যদিও মতবিরোধ রয়ে গিয়েছে, তবে দুই দেশের মধ্যে আর্থ-রাজনৈতিক স্বার্থের মিল ও কৌশলগত প্রয়োজন ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিকে বাস্তবায়নের পথে এগিয়ে দিচ্ছে। এখন নজর ৯ জুলাইয়ের দিকেই— চুক্তি হবে, না ট্রাম্প কঠোর শুল্কনীতি চালু করবেন, তা নির্ধারণ করবে আগামী কয়েকদিনের আলোচনার ফল।