ট্রাইব টিভি বাংলা ডিজিটাল :মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা মহারাষ্ট্রের জলগাঁওতে (Maharashtra Train Accident)। বুধবার ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২জন যাত্রী।আহত অনেকে।ট্রেনে আগুন লাগার গুজব রটতেই প্রাণ বাঁচাতে রেললাইনে নেমে পড়েছিলেন যাত্রীরা। কিন্তু ঠিক তখনই দ্রুত গতিতে অপর দিক থেকে ছুটে আসা একটি ট্রেন পিষে দেয় ওই যাত্রীদের।
আগুন লাগার গুজবেই বিপত্তি (Maharashtra Train Accident)
বুধবার বিকেলে ৫ টা নাগাদ লখনউ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসে আগুন আতঙ্ক ছড়ায়। সেই সময়ে ট্রেনটি পাচোরা স্টেশনের কাছে ছিল। আচমকাই ট্রেনের ভিতর ‘আগুন লেগেছে, আগুন লেগেছে’! রব ওঠে। আগুন ধরে যাওয়ার খবর ছড়াতেই চেন টেনে থামানো হয় পুষ্পক এক্সপ্রেস। প্রাণভয়ে ট্রেন থামতেই লাফিয়ে নেমে পড়তে থাকেন যাত্রীরা।ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি।রাতের অন্ধকারে কেউই দেখতে পাননি যে রেললাইনে দাঁড়িয়ে রয়েছেন, সেখান দিয়েই আরেকটি এক্সপ্রেস ট্রেন আসছে। যতক্ষণে ট্রেনের হর্ন ও আলো নজরে আসে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। পাশের লাইন দিয়ে আসা কর্নাটক এক্সপ্রেস এসে ধাক্কা মারে। ট্রেনে কাটা পড়েন ১২ জন।জলগাঁওয়ের মাহেজি এবং পরধাড়ে স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে (Maharashtra Train Accident)।
আরও পড়ুন : ৭৬তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবার ট্রাই-সার্ভিসেস ট্যাবলো
সত্যিই কি আগুন লেগেছিল ট্রেনে ? (Maharashtra Train Accident)
ইতিমধ্যেই প্রশ্ন উঠছে দুর্ঘটনার কারণ নিয়ে। আগুন লাগার গুজব কে রটিয়েছিল? কেনই বা ট্রেনের চালক ব্রেক কষেছিলেন?যদিও আগুন লাগার গুজব সত্যিই ছড়িয়েছিল কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারা যায়নি বলে জানিয়েছেন জলগাঁওয়ের জেলাশাসক আয়ুষ প্রসাদ। রেলের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ব্রেক বাইন্ডিংয়ের ফলে পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা গিয়েছিল। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।অন্য একটি সূত্র বলছে পরধাড়ে স্টেশনের কাছে পুষ্পক এক্সপ্রেসে ভুয়ো ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। যাত্রীরা তাতেই মনে করে বসেন যে, ট্রেনে আগুন লেগেছে।যদিও ঠিক কী কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা (Maharashtra Train Accident) ঘটল, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়ে গিয়েছে।
আরও পড়ুন : নেতাজির জন্মবার্ষিকী কেন পরাক্রম দিবস? জানুন ইতিহাস
মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ
মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এখন দাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর সম্মেলনে রয়েছেন। সেখান থেকেই মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার ভারও তাঁর সরকার নেবে বলে জানিয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি ৷কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ৷ তিনি রেলওয়ে বোর্ডের শীর্ষ আধিকারিকদের কাছ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনেছেন ৷