ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আষাঢ় বিদায় নিচ্ছে, দরজায় কড়া (Srabani Mela) নাড়ছে শ্রাবণ। আর শ্রাবণ মানেই বাংলার শিবভক্তদের কাছে এক আবেগের নাম তারকেশ্বর শ্রাবণী মেলা। প্রতিবছরের মতো এবারও হাজার হাজার মানুষ জড়ো হবেন শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত দীর্ঘ রাস্তায়, মাথায় জল নিয়ে হাঁটবেন মহাদেবের উদ্দেশে। এই সময় রাস্তাঘাট কার্যত স্তব্ধ হয়ে পড়ে জলযাত্রীদের ভিড়ে। শুধু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নয়, বাইরের রাজ্য থেকেও প্রচুর ভক্ত আসেন শিবের মাথায় জল ঢালতে।
জুলাই ও অগস্ট জুড়ে চলবে মেলা (Srabani Mela)
এই বিপুল ভিড় সামলাতে এবং যাত্রীদের যাত্রা সহজ করতে ভারতীয় রেল চালু করতে চলেছে একাধিক বিশেষ ট্রেন (Srabani Mela)। মূলত জুলাই ও অগস্ট জুড়ে চলবে এই মেলা। সেই উপলক্ষে হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত চার জোড়া স্পেশ্যাল ইএমইউ ট্রেন চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।
কোন সময়ে চলবে স্পেশ্যাল ট্রেনগুলো?
হাওড়া থেকে ছাড়বে চারটি স্পেশ্যাল ট্রেন-
- রাত ১২:৩০
- ভোর ৪:১৫
- দুপুর ১২:৪০
- দুপুর ১:২০
এই ট্রেনগুলি যথাক্রমে তারকেশ্বরে পৌঁছাবে —
- রাত ২:০০
- ভোর ৫:৪৫
- দুপুর ২:১০
- দুপুর ২:৫০
অন্যদিকে, তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশ্যে ফেরত আসবে স্পেশ্যাল ট্রেন-
- রাত ২:৩০
- সকাল ১০:৫৫
- সকাল ১১:৩৫
- রাত ৯:১৭
কবে কবে চলবে এই স্পেশ্যাল ট্রেন?
এই ট্রেনগুলো চলবে নির্ধারিত কিছু দিনে —
জুলাই: ১০, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮, ২৯
অগস্ট: ৩, ৪, ৯, ১০, ১১, ১৫, ১৬, ১৭, ১৮
বিশেষ করে রবিবার ও সোমবার, যেদিন ভিড় সবথেকে বেশি হয়, সেদিন ট্রেনের সংখ্যা এবং পরিষেবা বাড়ানো হচ্ছে। শ্রাবণ মাসজুড়ে তারকেশ্বরজুড়ে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তা দেখতে ভিড় জমে যায় পর্যটকদেরও। এই মেলাকে কেন্দ্র করে জেলার অর্থনীতিতেও এক নতুন গতি আসে।
আরও পড়ুন: Cab Fare: ক্যাব ভাড়ায় বড়সড় পরিবর্তন, দ্বিগুণ ভাড়া নেওয়ার ছাড়পত্র নতুন নির্দেশিকায়!
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে ট্রেন ছাড়াও স্টেশনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা, পানীয় জল, ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হবে। তাই যারা এই বছর শ্রাবণীতে তারকেশ্বর দর্শনে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা যেন এই বিশেষ ট্রেনগুলোর সময়সূচি মাথায় রাখেন। শান্তিপূর্ণ ও সুসংগঠিত যাত্রার জন্য আগাম প্রস্তুতি থাকাই বুদ্ধিমানের কাজ।