সোমনাথ ঘোষ, হুগলি: পুজো যত এগিয়ে আসছে আরজি কর ঘটনার প্রতিবাদে দুর্গা পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের তালিকা দীর্ঘ হচ্ছে। এর আগে হুগলির উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দুটি, বৈদ্যবাটির একটি পুজো কমিটি অনুদান নেবে না বলে জানিয়ে ছিল। এবার সেই তালিকায় সংযোজন হল ভদ্রেশ্বরের বাবুরবাজার বারোয়ারী।
৭৯ বছর আগে শুরু হওয়ায় এই পুজো নিরবচ্ছিন্ন ভাবে হয়ে আসছে। গতবার সরকারি অনুদানের ৭০ হাজার টাকা নিয়েছিল পুজো কমিটি। এবার আরজি কর ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান নেবেন না, এই মর্মে চন্দননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ভদ্রেশ্বরের বাবুরবাজার বারোয়ারী পুজোকমিটির আধিকারিক। ঠাকুরদালানে তৈরি হয়েছে ঠাকুর। চলছে মণ্ডপের কাজ। তবে পুজোর সময় মণ্ডপে বাজবে না কোনও বক্স। শুধু ঢাক দিয়েই হবে পুজো।
আরও পড়ুন: https://tribetv.in/worship-of-goddess-durga-started-in-krishnanagar-rajbari-by-lighting-home-tank/
কমিটির কার্যকারি সভাপতি অশোক ঘোষ বলেন, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশে-বিদেশে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি অনুদান নেব না। কোন আনন্দ উৎসব করব না। ধর্মের অনুষ্ঠান ধর্মীয় ভাবে পালন করবো। এলাকার মানুষকে সংগঠিত করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। অনুদান প্রত্যাখ্যান করতে এলাকার মানুষ আমাদের সাধুবাদ জানিয়েছেন। অনেকেই আগে যা চাঁদা দিতেন তার দ্বিগুন চাঁদা দিচ্ছেন।
পুজো কমিটির সদস্য দেবান্বিতা হালদার বলেন, পুজো করতে হবেই। তাই করা। তবে কোনও উৎসবে থাকছিনা। আমিও একজন মেয়ে তাই এই প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছি।