ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “আমরা কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রগুলি (Modi Reaches Argentina) সহ আমাদের পারস্পরিক উপকারী সহযোগিতাকে এগিয়ে নেওয়ার উপর মনোনিবেশ করব,” প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী বলেন।
বুয়েনস আইরেসে পৌঁছালেন প্রধানমন্ত্রী, দুই দিনের সফরে থাকবে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা (Modi Reaches Argentina)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দুই দিনের সফরে পৌঁছেছেন (Modi Reaches Argentina)। এই সফরে তিনি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার মূল উদ্দেশ্য হলো চলমান দ্বিপাক্ষিক সহযোগিতার পর্যালোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করা। শুক্রবার (৪ জুলাই, ২০২৫) সন্ধ্যায় (স্থানীয় সময় অনুযায়ী) প্রধানমন্ত্রী মোদী বুয়েনস আইরেস পৌঁছালে তাকে ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে।
৫৭ বছরে এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্টিনায় দ্বিপাক্ষিক সফরে (Modi Reaches Argentina)
৫৭ বছরের মধ্যে এটাই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্টিনায় দ্বিপাক্ষিক সফরে গেলেন (Modi Reaches Argentina)। মোদীর এটাই আর্জেন্টিনায় দ্বিতীয় সফর, ২০১৮ সালে তিনি জি২০ সম্মেলনে অংশ নিতে এখানে এসেছিলেন। এই সফরটি তাঁর পাঁচ দেশ সফরের তৃতীয় পর্ব। এর আগে তিনি ত্রিনিদাদ ও টোবাগো সফর শেষ করেছেন মোদী।
জাভিয়ের মিলেই-র সঙ্গে হবে গুরুত্বপূর্ণ আলোচনা
ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই-র সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিস্তৃত আলোচনা হবে। প্রতিরক্ষা, কৃষি, খনন, তেল ও গ্যাস, নবায়নযোগ্য শক্তি, বাণিজ্য ও বিনিয়োগ—এইসব শিল্প ক্ষেত্রকে কেন্দ্র করেই হবে আলোচনা। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “এই দ্বিপাক্ষিক সফর ভারত ও আর্জেন্টিনার বহুস্তরীয় কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবে।”
আর্জেন্টিনাকে ল্যাটিন আমেরিকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সঙ্গী বললেন মোদী
সফরে রওনা হওয়ার আগে মোদী বলেন, “আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকায় ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার এবং জি২০-র ঘনিষ্ঠ সহযোগী।” তিনি জানান, তিনি প্রেসিডেন্ট মিলেই-র সঙ্গে ফলপ্রসূ আলোচনা করতে আগ্রহী। তাঁদের মধ্যে আগেও একবার সাক্ষাৎ হয়েছে। মোদী বলেন, “আমরা পারস্পরিক স্বার্থযুক্ত বিষয়গুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেব—বিশেষ করে কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ, শক্তি, বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রে।”
ত্রিনিদাদ ও টোবাগো সফর শেষে আর্জেন্টিনা এলেন মোদী
আর্জেন্টিনার আগে প্রধানমন্ত্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগো সফর করেন। সেই সফরে দুই দেশের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই সফরে মোদীকে “The Order of the Republic of Trinidad and Tobago” সম্মানে ভূষিত করা হয়েছে। এটি ক্যারিবিয়ান দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। তিনিই প্রথম বিদেশি নেতা যিনি এই সম্মান পেলেন।
আরও পড়ুন: Russia China Relation : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না চিন, স্পষ্ট বার্তা ওয়াং ই-র
ব্রাজিল ও নামিবিয়ায় হবে সফরের পরবর্তী দুই ধাপ
চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী মোদী যাবেন ব্রাজিলে। সেখানে তিনি ১৭তম ব্রিকস সম্মেলনে অংশ নেবেন এবং তারপর একটি রাষ্ট্রীয় সফরে অংশ নেবেন। সফরের শেষ ধাপে তিনি যাবেন নামিবিয়ায়।