ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত এবং পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল মোদী অবশেষে গ্রেফতার হলেন আমেরিকায় (Brother Of Nirav Modi Arrested)।ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অনুরোধে তাঁকে গ্রেফতার করেছে মার্কিন প্রশাসন। পিটিআই সূত্রে খবর, গত শুক্রবার আমেরিকায় তাঁকে পাকড়াও করে সেখানকার তদন্তকারী সংস্থা, এবং শনিবার তাঁকে আদালতে তোলা হয়। আগামী ১৭ জুলাই ফের শুনানি।
৪৬ বছর বয়সি নেহাল মোদী বেলজিয়ামের নাগরিক। জন্ম বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে হলেও, দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন। ২০১৮ সালে ভারতীয় ব্যাঙ্কিং ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি — পিএনবি কেলেঙ্কারির ঘটনায় নীরব মোদী এবং তাঁর সঙ্গে যুক্ত একাধিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে ₹১৩,৫০০ কোটি টাকার জালিয়াতির। তদন্তে উঠে আসে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন নীরবের ভাই নেহাল মোদীও।
নেহালের বিরুদ্ধে অভিযোগ কী? (Brother Of Nirav Modi Arrested)
ইডি এবং সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী, নেহাল মোদী ছিলেন ‘মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট’ (Brother Of Nirav Modi Arrested)। নীরব মোদীর নির্দেশে বিদেশে অর্থ পাচার, নথি গায়েব করা এবং তথ্য বিকৃতি করে তদন্তে বাধা দেওয়ার কাজে সক্রিয় ছিলেন নেহাল। তদন্তে এমনও উঠে আসে যে, তাঁর মাধ্যমে একাধিক শেল কোম্পানি তৈরি করে বিদেশে অর্থ সরানো হয়েছিল।
প্রসঙ্গত, নেহাল মোদীর বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে নীরব মোদীর বেআইনি কর্মকাণ্ডে সহায়তা, আর্থিক লেনদেনে গোপনতা রক্ষা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করার অভিযোগও রয়েছে।
গ্রেফতারির তাৎপর্য (Brother Of Nirav Modi Arrested)
বিশেষজ্ঞদের মতে, নেহাল মোদীর গ্রেফতার ভারতের হাতে প্রত্যর্পণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ (Brother Of Nirav Modi Arrested)। এর ফলে শুধু PNB কেলেঙ্কারির তদন্ত আরও গতি পাবে না, বরং আন্তর্জাতিক প্রতারণা সংক্রান্ত মামলাগুলিতে ভারত যে আন্তর্জাতিক সহযোগিতা চাইছে, তার দৃষ্টান্ত তৈরি হল। ভারত সরকার আগেই যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক ভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল। মার্কিন আদালতের ১৭ জুলাইয়ের শুনানিতে জামিনের আবেদন জানাতে পারেন নেহাল। তবে সেক্ষেত্রে আমেরিকার সরকারি আইনজীবীরা তার বিরোধিতা করবেন বলেই জানা গিয়েছে।

পলাতক থেকে বিচারপ্রক্রিয়ার পথে (Brother Of Nirav Modi Arrested)
২০১৮ সালে কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার পরেই দেশ ছেড়ে পালান নীরব মোদী। এরপর তাঁকে ২০১৯ সালে ব্রিটেনে গ্রেফতার করা হয় এবং এখনও তিনি লন্ডনের ওয়েস্টমিনস্টার জেলে বন্দি। ভারতের অনুরোধে তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়া চললেও আইনি জটিলতায় তা বিলম্বিত হচ্ছে।
এদিকে, মেহুল চোকসীর মতো অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও একই ধরনের আন্তর্জাতিক সহযোগিতার প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারত। কয়েক মাস আগে বেলজিয়াম থেকে তাঁকেও গ্রেফতার করা হয়েছিল, তবে এখনো তাঁকে ভারতে আনা যায়নি।

আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হামাস, চাপেই কি পিছিয়ে গেল?
আর্থিক কেলেঙ্কারির নতুন মোড় (Brother Of Nirav Modi Arrested)
নেহাল মোদীর গ্রেফতার শুধু একটি আর্থিক কেলেঙ্কারির নতুন মোড় নয়, বরং এ ঘটনা আন্তর্জাতিক অপরাধ দমন ও আন্তদেশীয় আইনি সহযোগিতার একটি নজিরও বটে (Brother Of Nirav Modi Arrested)। এখন গোটা নজর ১৭ জুলাইয়ের শুনানিতে, যেখানে পরিষ্কার হবে তিনি ভারতে প্রত্যর্পিত হবেন কিনা। নেহাল মোদী যদি প্রত্যর্পিত হন, তাহলে পিএনবি জালিয়াতির তদন্তে বহু অজানা দিক প্রকাশ্যে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা।