Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার মিষ্টি অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee)। বয়েস মাত্র পনেরো বছর। এরই মধ্যে দর্শকের কাছে ভালোবাসা কুড়িয়েছেন সাইনা। তাঁকে দেখা গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। তাঁর অভিনয় দর্শকের মনে ছাপ ফেলে দিয়েছিল। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) কন্যা সাইনা চট্টোপাধ্যায় (Saina chatarjee)। আবারও পর্দায় ফিরছেন তিনি।
প্রশংসা অর্জন (Saina Chatterjee)
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক দিয়েই তাঁর প্রথম অভিনয় জগতে পা রাখা (Saina Chatterjee)। অভিনয়ের প্রশংসাও পেয়েছেন তিনি। এবার টলিপাড়ায় শোনা যাচ্ছে, তিনি জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিকে ফিরছেন। তবে কোন ধারাবাহিক বা কোন চরিত্রে আছেন এসব কিছু জানা যায়নি। অভিনয় করতে তাঁর খুবই ভালো লাগে। পাশাপাশি পড়াশোনাতেও খুবই আগ্রহী সাইনা।
অভিনয় জগৎ থেকে দূরে (Saina Chatterjee)
অভিনয়ের জগতে সাফল্য এনে দিলেও সাইনা বেশ অনেক দিন অভিনয় জগতের বাইরে ছিলেন (Saina Chatterjee)। তাঁর মা সংযুক্তা চট্টোপাধ্যায়ের (Sanjukta Chatterjee) মতে, পড়াশোনার জন্য সাইনা অভিনয় থেকে দূরে ছিলেন। সাইনা নবম শ্রেণীর ছাত্রী। শোনা গিয়েছে, মনোবিজ্ঞান নিয়ে তাঁর পড়াশোনা করার ইচ্ছা রয়েছে। তবে এতদিন বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলেন সাইনা। সাইনা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আবার অভিনয়ে ফিরবেন। তাই নতুন ধারাবাহিকে তাঁর ফেরা বলা যেতে পারে। তবে টানা শুটিং ও স্কুল দুটোই একসাথে চালিয়ে যেতে হবে, সে কথা ভেবেই তিনি ‘হোম স্কুলিং’য়ে পড়াশোনা করবেন। এমনটাই ভেবেছেন সাইনার মা।
আরও পড়ুন: Mimi Chakraborty: হাতে রিভলবার, চোখে তীক্ষ্ণ চাহনি! অপরাধ দমনে মিমির প্রস্তুতি
রূপা নামেই পরিচিতি
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘রূপা’র চরিত্রে অভিনয় করতে দেখা যেত সাইনা চট্টোপাধ্যায়কে। ‘সোনা’র চরিত্রে দেখা যেত দেবপ্রিয়া বসুকে। এছাড়াও স্বস্তিকা দত্ত, দেবজ্যোতি দত্ত, রূপাঞ্জনা মিত্রর অভিনয় ছিল চোখে পড়ার মতো।
দেখা যেতে পারে মুখ্য চরিত্রে
সাইনা বয়েস অল্প হলেও এই মিষ্টি অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা অল্প নেই। এই বয়সেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন অভিনয়ের মধ্যে দিয়ে। শোনা গিয়েছে, জি বাংলায় নতুন ধারাবাহিকে তাঁকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে। চরিত্রের জন্য লুক সেটের কথা চলছে। তবে এখনও হয়নি, এই কয়দিনের মধ্যে লুক সেট হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: Arijit Singh: বড় মাইলস্টোন, সবাইকে পিছনে ফেললেন অরিজিৎ সিং!
ইন্ডাস্ট্রিতে সাইনার নাম হয়েছে ‘ডল’। অর্থাৎ বাবা অভিষেককে সবাই মিঠু বলতেন, তাই মেয়ের পরিচয় হয়েছে মিঠুদার মেয়ে ডল বলে। তবে সাইনার যাতে অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সব সময় পাশে আছেন মা সংযুক্তা চট্টোপাধ্যায়।