ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার থেকে কড়া পুলিশি পাহারার মধ্যেই খুলল সাউথ ক্যালকাটা ল’ কলেজ। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর টানা ১০ দিন বন্ধ ছিল কলেজ (South Calcutta Law College)। সোমবার কলেজ খুললেও হবে না ক্লাস। চলবে পরীক্ষার ফর্ম ফিলআপ। পড়ুয়াদের আইকার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে। দুপুর ২টো পর্যন্ত কলেজে থাকতে পারবেন না শিক্ষক-শিক্ষা কর্মী থেকে কোনও পড়ুয়া।
খাস কলকাতায় শিক্ষাক্ষেত্রে গণধর্ষণের ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য। অভিযুক্ত এক প্রাক্তন ছাত্র ও কলেজের অস্থায়ী কর্মী ‘এম’-এর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে কলেজে তালা পড়েছিল। ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার, ফের খুলল সাউথ কলকাতা ল’ কলেজ। কলেজে পা রাখতেই স্পষ্ট চোখে পড়ল শিক্ষকদের মুখে উদ্বেগ, দুঃখ এবং লজ্জার ছাপ। পরিস্থিতি স্বাভাবিক করতে জারি একাধিক কড়া নির্দেশিকা।
উপাধ্যক্ষের অনলাইন বৈঠক (South Calcutta Law College)
কলেজ খুলবার আগে ১৫ মিনিটের একটি অনলাইন মিটিং করেন উপাধ্যক্ষ। সমস্ত শিক্ষক ও কর্মীদের উদ্দেশে তিনি কলেজের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা বজায় রাখতে বিশেষ দায়িত্ব পালনের নির্দেশ দেন (South Calcutta Law College)। পুলিশ ও গভর্নিং বডির অনুমতি পাওয়ার পর কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত কলেজ চলবে। সকল শিক্ষক-কর্মীদের উপস্থিত থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন:Kasba Case: কসবা গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, তদন্তে গতি আনতে তৎপর পুলিশ
নির্দিষ্ট দিনে প্রবেশাধিকার (South Calcutta Law College)
নির্দেশিকা অনুযায়ী, BALLB ১ম সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা এখনো ফর্ম পূরণ করেনি, তাদের ৭ জুলাই সকাল ১০টা থেকে ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ (South Calcutta Law College)। অন্যদিকে, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম সেমিস্টারের ছাত্রছাত্রীরা নির্দিষ্ট দিনে আইডি কার্ড দেখিয়ে কলেজে প্রবেশ করতে পারবে। এই দিনগুলোতেই তাদের ইন্টারনাল প্রজেক্ট জমা নেওয়া হবে।
- ৪র্থ সেমেস্টার: ৮ জুলাই
- ৬ষ্ঠ সেমেস্টার: ৯ জুলাই
- ৮ম সেমেস্টার: ১০ জুলাই
আরও পড়ুন:Murder in Kolkata: মদের আসরে অশান্তি, বেহালায় বাবা-ছেলে মিলে ‘খুন’ বন্ধুকে
এলএল.এম. ছাত্রছাত্রীদের ক্লাস (South Calcutta Law College)
এলএল.এম. (LL.M) কোর্সের ছাত্রছাত্রীরা ৮ জুলাই থেকে ক্লাসে যোগ দেবে তাদের রুটিন অনুযায়ী। বিশেষ সতর্কতা জারি করে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ছাত্রছাত্রী বৈধ প্রমাণপত্র ছাড়া কলেজে প্রবেশ করতে পারবে না।