ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের ব্যাহত মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া কারশেডে বিদ্যুত্ সমস্যার জেরে ব্লু লাইনের একাংশে পরিষেবা আংশিকভাবে থমকে যায়। সকাল ৮টা নাগাদ থার্ড লাইনে সমস্যার সূত্রপাত হয়। এর ফলে কারশেড থেকে মেট্রোর (Kolkata Metro) রেক লাইনে আনতে দেরি হচ্ছিল। ফলে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবায় ব্যাপক সমস্যা দেখা দেয়।
ভোগান্তিতে নিত্যযাত্রী (Kolkata Metro)
যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন না আসায় এক একটি মেট্রোর মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান তৈরি হয়। এর ফলস্বরূপ, বিভিন্ন স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়। অফিস টাইমে মেট্রো না পেয়ে বহু যাত্রী চরম অসুবিধায় পড়েন। বহু জায়গায় দেখা যায়, একাধিক প্ল্যাটফর্মে যাত্রীদের বিশাল লাইন ও ঠাসাঠাসি ভিড়। ২০-২৫ মিনিট পর পর মেট্রো (Kolkata Metro) আসলেন তাতে পা গলানোর জায়গা নেই। উঠতে পারলেও গেট বন্ধ হওয়া নিয়েও সমস্যা। যার জেরে ব্যাপক ভিড় জমে যায়। যাত্রীদের অভিযোগ, অফিস টাইমে সমস্যায় পড়তে হয় তাঁদের।
আরও পড়ুন: Weather Update: বর্ষার দাপট দক্ষিণবঙ্গজুড়ে, কয়েক দিন চলবে টানা বৃষ্টি!
যাত্রীদের একাংশের দাবি, “প্রায়ই এমন সমস্যা হয়। সকালবেলা মেট্রোতে চড়া যেন যুদ্ধ!” কেউ কেউ বলছেন, “পরপর দু’দিন এমন হলে অফিসে পৌঁছনোই দায় হয়ে দাঁড়ায়।” অতিরিক্ত ভিড়ে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলেও খবর পাওয়া গেছে। মেট্রোর তরফে সমস্যার স্বীকার করা হলেও দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগের কোনও ইঙ্গিত মেলেনি।
‘রোজের’ সমস্যা! (Kolkata Metro)
প্রসঙ্গত, গত ৩০ জুনও পরিষেবা ব্যাহত হয়েছিল। চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝখানে লাইনের উপর জল জমে যাওয়ায় বন্ধ হয়ে যায় ওই অংশের মেট্রো চলাচল। তখন ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আংশিক পরিষেবা চালু ছিল। মাঝে বন্ধ ছিল মেট্রো চলাচল। তার সঙ্গে মেট্রো (Kolkata Metro) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তো রোজকার ঘটনা।
মেট্রো রেলের আধিকারিক জানিয়েছেন, “নোয়াপাড়া কারশেডের বিদ্যুৎ সমস্যার জেরে কিছু সময়ের জন্য রেক বের করায় বিলম্ব হয়েছিল। সমস্যার দ্রুত সমাধান করা হয়েছে। পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।” তবে যাত্রীরা বলছেন, এমন সমস্যা দিনের পর দিন চলতে থাকলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে বই কমবে না।