ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন কলকাতা বইমেলায় (Kolkata Book Fair 2025) এপিডিআর সংগঠনকে স্টল না দেওয়ার অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হল। পাবলিশার্স & বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে বইমেলায় স্টল বন্টনে অস্বচ্ছতার অভিযোগ করা হয়েছে। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী ১০ জানুয়ারি মামলার শুনানি।
কলকাতা বইমেলায় (Kolkata Book Fair 2025) প্রতিবছরই স্টল করে এপিডিআর। কিন্তু এবছর তাদের কেন স্টল দেওয়া হলো না, এই প্রশ্ন তুলে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে স্টল বন্টনে অস্বচ্ছতার অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয় এপিডিআর। বুধবার আদালতের কাছে এপিডিআরের আইনজীবী ঝুমা সেন আবেদন করেন, বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-gives-appointment-letter-to-winner-footballers/
তাই যতদিন পর্যন্ত বইমেলায় (Kolkata Book Fair 2025) তাদের স্টল করার অনুমতি দেওয়া না হচ্ছে, ততদিন বইমেলায় গিল্ড স্টল বণ্টন স্থগিত রাখুক। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা করার অনুমতি চান। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন তিনি। বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী ১০ জানুয়ারি, শুক্রবার এই মামলার শুনানি।
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-hc-order-for-security-to-sandeshkhali-victim/
বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার না বললে বইমেলায় (Kolkata Book Fair 2025) বাংলাদেশকে অংশগ্রহণের অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে গিল্ড (Kolkata Book Fair 2025) । সম্প্রতি তার বিরোধিতা করে এপিডিআর। তাই তাদের এবছর বইমেলায় স্টল দেওয়া হয়নি বলেই অভিযোগ এপিডিআর-এর।