ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসছে অনিক দত্তের (Anik Dutta) ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ (Joto Kando Kolkatatei)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির মোশন পোস্টার। কলকাতা ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। পোস্টারটি রীতিমত দর্শকের মনে অজানা কৌতূহল সৃষ্টি করেছে। কী দেখা গেল পোস্টারে? কারা কারা আছেন অভিনয়ে?
কারা আছেন অভিনয়ে? (Joto Kando Kolkatatei)
অনিক দত্তর (Anik Dutta) বহু প্রতিক্ষিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ (Joto Kando Kolkatatei)। ২০২৫ সালে দুর্গাপুজোর সময় মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আবির, কাজী নওশাবা আহমেদকে। ‘তোপসে’ চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ‘সাবা’ চরিত্রে অভিনয় করবেন কাজী নওশাবা আহমেদ (Quazi Nawshaba Ahmed)।
লুকিয়ে ধাঁধা ও রহস্য (Joto Kando Kolkatatei)
ছবিটিতে দেখতে পাওয়া যাবে কলকাতা শহর জুড়ে ভ্রমণ করার বিভিন্ন স্থান (Joto Kando Kolkatatei)। মূল বিষয়, সেই সব স্থানের স্মৃতি, ধাঁধার সাথে লুকিয়ে রাখা সত্যকে খুঁজে বার করা। যা বাঙালি গোয়েন্দার মধ্যে দেখতে পাওয়া যাবে। মোশন পোস্টারে কলকাতার পুরনো দিনের রহস্যময় এক ঝিকিমিকি নকশা দেখানো হয়। যাতে দর্শকদের মনে কৌতূহল উঁকি দেয়। মোশন পোস্টারের সাথে থাকে সেই মনোমুগ্ধকর মিউজিক। দেখলে মনে হবে কোনও রহস্যময় দিককে ইঙ্গিত করা হয়েছে। আর সেই আবিরের কৌতুহলী দৃষ্টি , যা হাতে আঁকা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: Asha Bhosle: আশা ভোঁসলেকে নিয়ে মিথ্যে রটনা, সহ্য করতে পারছেন না অনুরাগীরা
পুজোয় কী ঘটতে চলেছে?
ছবির প্রযোজক ফিরদৌসুল হাসানের (Firdausul Hasan) কথায়, ‘ যত কাণ্ড কলকাতাতেই’ হল অনিক দত্তর (Anik Dutta) সাথে তাঁর তৃতীয় ছবির কাজ। ছবিটির বিশেষ দিক হল বাংলার আবেগ ও সংস্কৃতিক শিকড় থেকে এসেছে’। তাঁর মতে , কলকাতা এখানে কেবল পটভূমি নয়, একটি আত্মা। তিনি আরও বলেন, ‘ছবিটির মোশন পোস্টারের ছোট ছোট জিগেস পাজলগুলির প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে । ‘তিনি আশা করছেন ,এই ছবি দর্শকদের আকর্ষণ করবে । সাথে দর্শকদের মধ্যে এই হিসাবে মেজাজ তৈরি করবে যে, এই পুজোয় কী ঘটতে চলেছে!
আরও পড়ুন: Amitabh Bachchan: বদলাবে কেবিসির হট সিট? অমিতাভ বচ্চনের জীবনে নতুন শুরু
অন্যরকম অভিজ্ঞতা
‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিটি সকল প্রজন্মের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা আনবে। যেখানে মনে হবে প্রতিটি রাস্তার মোড়ে একটি গোপন রহস্য লুকিয়ে রয়েছে । সাথে ধাঁধা সম্পর্কে উন্মোচন করতে সাহায্য করবে। অর্থাৎ সবশেষে বলা যায়, ২০২৫ সালের সবচেয়ে প্রতীক্ষিত বাংলা ছবির মুক্তি হিসেবে গুঞ্জন তৈরি করছে। সাথে শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। এখন ছবির অপেক্ষায় দর্শকরা।