ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলচ্চিত্র পরিচালক করণ জোহর (Karan Johar) সমালোচনার মুখে। কয়েক মাস ধরে তাঁকে ভীষণ রোগা লাগছে। আর এই রোগার কারণে বিরক্ত অনুরাগীরা। তাঁর এই পরিবর্তন মানতে পারছেন না অনেকেই। আবার অনেকেই ভাবছেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কেউ ভাবছেন, তিনি কোন কঠিন রোগের সাথে লড়াই করে চলেছেন। কিন্তু আদতে তা নয়, তিনি সুস্থ আছেন। কী বললেন তিনি অনুরাগীদের উদ্দেশ্যে? কী হয়েছে তাঁর?
প্রকাশ্যে সত্যি (Karan Johar)
দীর্ঘ কয়েক মাস ধরে গোলগাল চেহারার করণকে দেখতে পাচ্ছে না তাঁর অনুরাগীরা (Karan Johar)। ফলে না জেনে শুনে নানা রকম মন্তব্য করতে থাকছেন অনেকেই। করণ জোহর (Karan Johar) থাকতে না পেরে এবার তিনি সত্যিটা প্রকাশ্যে আনলেন। তাঁর মতে, কোনও অসুখ হয়নি তাঁর। বরং তিনি সুস্থ আছেন, খুশিতে আছেন। তাঁর কথায়, আগে কখনও এতটা নিজেকে হালকা মনে করেননি তিনি। বরং আগে সুস্থ বোধ করেননি । তবে ওজন কমানোর পর এখন নিজেকে সুস্থ বলে মনে হয়।
সুস্থ থাকার খবর (Karan Johar)
করণ জোহর (Karan Johar) মনে করেন, ‘তাঁকে সুস্থ থাকতে হবে তাঁর সন্তানদের জন্য। তাছাড়া তাঁর নিজের কিছু গল্প আছে, যা দর্শকের সামনে তুলে ধরা বাকি রয়েছে। তাই তাঁকে সুস্থ থাকতে হবে এবং দীর্ঘদিন বেঁচে থাকতে হবে।’ সুতরাং তাঁকে নিয়ে অহেতুক মন্তব্য বন্ধ করার দরকার।
আরও পড়ুন: Jeetu Kamal: নায়ক নন, শুভশ্রীর সাথে চরম শত্রুতায় জিতু কমল!
ডায়েট মেনে চলা
আসলে করণ জোহর ( Karan Johar) ‘ওয়ান মিল আ ডে’ ফলো করে ওজন কমিয়েছেন। অর্থাৎ দিনে একবার খেয়ে এই ডায়েট ফলো করতে হয়। করণের কথায়, তিনি কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন। যার জন্য তাঁর চেহারায় এত পরিবর্তন। আসলে হঠাৎ এতটা পরিবর্তনের ফলে তাঁর অনুরাগীরা ভাবতে শুরু করে দিয়েছিল হয়ত তিনি অসুস্থ। আবার অনেকেই ভাবছিলেন, তিনি ওজন কমানোর জন্য ওষুধ খেয়েছেন। কিন্তু সেসব একেবারেই নয়, তা তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: Arunima Ghosh: বিয়ের পিঁড়িতে অরুণিমা! টলিপাড়ায় আবারও সানাইয়ের সুর?
চিন্তামুক্ত অনুরাগীরা
‘ধড়ক ২’ ছবির ট্রেলার লঞ্জে করণ তাঁকে নিয়ে হওয়া সমালোচনার প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছেন করণ। ২০১৮ সালের ‘ধড়ক’ এর সিক্যুয়েল ‘ধড়ক ২’। ছবির প্রয়োজনা করেছিলেন করণ জোহর ও পরিচালনা করেন শাজিয়া ইকবাল। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তৃপ্তি দিমরি ও সিদ্ধার্থ চতুর্বেদী। তবে করণের সুস্থ থাকার খবর প্রকাশ্যে আশায় খুশি অনুরাগীরা।