ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের (New year) শুরুটা একেবারেই ভালো হলো না বাহার (Ranita Das) কাছে। মন ভেঙে গেল তাঁর। কাছের মানুষকে হারালেন তিনি। বাংলা টেলিভিশনের বাহামনি অর্থাৎ ইষ্টিকুটুম (Ishti Kutum) খ্যাত রনিতা দাসের (Ranita Das) ভীষণ মন খারাপ। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দীর্ঘ পোস্টে জানালেন, তাঁর ২২ দিনের কঠিন লড়াইয়ের কথা। ওই পোস্ট পড়ে অভিনেত্রীর অনুরাগীদেরও মন খারাপ। চোখ ভিজল অনেকের। নতুন বছর মানে, নতুন আশা, নতুন স্বপ্ন। আর সেই নতুন বছরটাই অভিনেত্রীর কাছে শুরু হল একটা বড় আঘাত দিয়ে।
শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী (Ranita Das)
রনিতার (Ranita Das) দিদা নিরুপমা রায় প্রয়াত হয়েছেন। দিদার শোকে অত্যন্ত ভেঙে পড়েছেন অভিনেত্রী। গত বছরের ১২ ডিসেম্বর তাঁর দিদা হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর চলেছে টানা ২২ দিনের লড়াই, ১৮ দিন ভেন্টিলেশন ছিলেন তাঁর দিদা। অবশেষে গত শুক্রবার নিরুপমা রায়ের মৃত্যু হয়। দিদা অভিনেত্রীর কাছে অত্যন্ত কাছের ছিলেন। আর কাছের মানুষকে হারিয়ে অভিনেত্রী এখন ভীষণ মনমরা।
এগিয়ে চলার পথ দেখিয়েছিলেন দিদা (Ranita Das)
বড়দিন থেকে শুরু করে রনিতার (Ranita Das) জন্মদিন। এছাড়াও নতুন বছরে দিদা রনিতার সঙ্গী ছিলেন। সমস্ত কথা শুনে মাথা নাড়িয়ে তাঁর দিদা রেসপন্স করতেন। হাসপাতালে যখন অভিনেত্রীর হাত ধরতেন, তখন মনে পড়ত ছোটবেলার সুন্দর মুহূর্তগুলো। ভালোবাসা আর যত্নে এভাবেই তাঁর হাত ধরে দিদা এগিয়ে চলার পথ দেখিয়েছিলেন।
আরও পড়ুন: Dev-Rukmini: খাদানের টিকিটের আকাল! জল্পনা উড়িয়ে ফ্রেম বন্দি দেব-রুক্মিণী
দিদার অভাব অনুভব করবেন
সোশ্যাল মিডিয়া পোস্টে রনিতা লিখলেন, দিদার অভাব তিনি সব সময় অনুভব করবেন। খুব মিস করবেন। তিনি জানেন যে তাঁর দাদু পরপারে অপেক্ষায় রয়েছেন। আর সেখানেই দিদার শান্তি। এবার তাঁর মধ্যেই বেঁচে থাকবে রায় পরিবারের ঐতিহ্য। দিদা দাদুর একমাত্র নাতনি হিসেবে তিনি অত্যন্ত গর্বিত, কৃতজ্ঞ। সবসময় এই দুই মানুষের কাছে তিনি ‘বাবু’ এবং ‘দাদু’ই থাকবেন। রনিতার বিশ্বাস, তাঁর এই গার্ডিয়ান অ্যাঞ্জেল ওপার থেকেই তাঁকে রক্ষা করবেন, আশীর্বাদ করবেন।
আরও পড়ুন: Tekka Movie: অসহায় চাকরি হারা বাবা! টেক্কায় ‘অসহায় বাবার’ চরিত্রে দেব
সোশ্যাল মিডিয়ায় সক্রিয়
প্রসঙ্গত, বহুদিন হয়ে গিয়েছে। ছোট পর্দায় রনিতাকে এখন খুব একটা দেখা যায় না। তবে তাঁর ইষ্টিকুটুম সিরিয়ালে বাহা চরিত্র আজও দর্শক মনে রেখেছে। তাঁর অভিনয় বাংলার দর্শকের কাছে যে কতটা প্রিয়, তা বলার অপেক্ষা রাখে না। ধারাবাহিকটির জনপ্রিয়তার কারণে বেশ কিছু মাস আগেই সেটি আবার পর্দায় সম্প্রচারিত হচ্ছিল। তখনও একই ভাবে ভালোবাসা কুড়িয়েছে এই ধারাবাহিক। অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা টলিপাড়াকে। জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। তারপর ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে গেলেন সকলের প্রিয় অভিনেত্রী। তবে ধারাবাহিকের শুরু থেকেই আজও পর্যন্ত দর্শক বাহা-অর্চির কাহিনীকে ভালোবাসে। এখন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। রনিতার নিজের ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি তাঁর অনুরাগীদের জন্য নানান ভিডিও শেয়ার করেন।