ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চেনা ছকের বাইরে গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakrabarty) দেখা যাবে। বেশিরভাগ সময়ই তাঁকে পজিটিভ চরিত্রে দর্শক দেখে থাকেন । তবে শোনা গিয়েছে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখতে পাবে দর্শক। আসছে নতুন ছবি । কোন ছবিতে অভিনয় করছেন তিনি? ছবির নাম কী? কবে আসছে তাঁর নতুন ছবি?
নাটক এবার পর্দায় (Gaurav Chakrabarty)
নাট্য পরিচালক অবন্তী চক্রবর্তী (Gaurav Chakrabarty)। তিনি বিখ্যাত নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের লেখা নাটক ‘আ ডল’স হাউস’-কে পর্দায় তুলে ধরতে চলেছেন। অবন্তী চক্রবর্তীর এটি প্রথম ছবি। যদিও এই প্রথম নয়, এর আগেও নাটককে ছবিতে রূপান্তর করতে দেখা গিয়েছে। যেমন অনির্বাণ ভট্টাচার্যর (Anirban Bhattachary) ‘বল্লভপুরের রাজবাড়ি’ শেখর দাশের ‘পাগলা ঘোড়া’। অর্থাৎ এবার সেই তালিকা নাম উঠলো অবন্তী চক্রবর্তীর।
ধূসর চরিত্র (Gaurav Chakrabarty)
‘আ ডল হাউস’-এ অভিনয় করছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। শোনা গিয়েছে গৌরব চক্রবর্তী এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন। যা সচরাচর দেখা যায় না। কারণ গৌরব চক্রবর্তী বেশিরভাগ ছবিতে পজিটিভ চরিত্রে অভিনয় করে থাকেন এবং সেই পজেটিভ চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক থেকে অনুরাগীরা। সেই দিক থেকে এই ছবিটিতে গৌরব চক্রবর্তী কতটা ফুটির তুলবেন নিজেকে তা দেখার। যদিও এর আগে রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ ও ‘আবার প্রলয়’ ছবিতে গৌরবকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে দর্শকরা বেশ পছন্দ করেছিলেন তাঁর অভিনয়। তাই এই ছবিতে তাঁর নেগেটিভ চরিত্র দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে বলে তিনি আশা করছেন।
চেনা ছকের বাইরে খুশি
নেগেটিভ চরিত্রে অভিনয় প্রসঙ্গে গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) মনে করেন, প্রত্যেক অভিনেতার ইচ্ছা থাকে ছক ভেঙে নতুন নতুন চরিত্রে অভিনয় করার। সে দিক দিয়ে অভিনেতা বেশ খুশি , এমন একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে। শোনা গিয়েছিল, আগেও রাজ চক্রবর্তীর ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালককে তিনি অভিনন্দন জানিয়েছিলেন।
আরও পড়ুন: Karan Johar: মেদ ঝরাতেই চিন্তা বাড়ল অনুরাগীদের! সমালোচনার মুখে করণ জোহর
ছবির গল্প
আ ডল’স হাউস ছবির মূল গল্প ব্যাংক ম্যানেজার টোরভাল্ড হেলমারের স্ত্রী নোরা হেলমারকে নিয়ে। নোরার সঙ্গে তাঁর স্বামীর অফিসে এক সহকর্মী নিল্স ক্রগস্ট্যাগের মত বিরোধ বেশি। নিজের স্বার্থে সে বন্ধুত্বের ছদ্মবেশে নোরার খারাপ চাইতে দ্বিধাবোধ করে না। সম্ভবত এই ছদ্মবেশধারী বন্ধুত্বের ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakrabarty)। অপরদিকে নোরার চরিত্রে দেখা যেতে পারে পাওলি দামকে (Paoli Dam)। যদিও প্রকাশ্যে আসেনি কে, কোন চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন: Jeetu Kamal: নায়ক নন, শুভশ্রীর সাথে চরম শত্রুতায় জিতু কমল!
ছবির কাজ কিছুটা বাকি। কলকাতাতে ছবির শুটিং হয়ে গিয়েছে। অবন্তী চক্রবর্তীর নাটকে অভিনয় করছিলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। এবার অবন্তীর প্রথম ছবিতে সব্যসাচীর বড় ছেলে গৌরব চক্রবর্তী অভিনয় করছেন।