ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের অন্তর্গত তানিমবার দ্বীপপুঞ্জে আছড়ে পড়ল জোরালো ভূমিকম্প(Earthquake in Indonesia)। কম্পনের মাত্রা ছিল ৬.৫ থেকে ৬.৮ রিখটার স্কেল। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় আশঙ্কা তৈরি হলেও এখনো পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ঘটনার পরে প্রশাসন ও ভূকম্প বিশারদরা পরিস্থিতির উপর নজর রাখছে।
ভূমিকম্পের মাত্রা ও স্থান (Earthquake in Indonesia)
- ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র (NCS) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৫।
- অন্যদিকে, জার্মানির ভূকম্পন জরিপ সংস্থা (GFZ) জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।
- আমেরিকার ইউনাইটেড স্টেট্স জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, কম্পনটি কেই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ঘটেছে।
ভূমিকম্পের সময় ছিল সোমবার সকাল ১১টা ২০ মিনিট (স্থানীয় সময়)।
সুনামির আশঙ্কা নেই (Earthquake in Indonesia)
যেহেতু ভূমিকম্পটি মাঝসমুদ্র-এ হয়েছিল, তাই প্রথমদিকে আশঙ্কা ছিল সুনামির। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলি জানিয়েছে, এই ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারি করা হয়নি। তা সত্ত্বেও উপকূলবর্তী এলাকায় সজাগ রয়েছে উদ্ধারকারী দল ও প্রশাসনিক কর্মীরা।

আগে কী ঘটেছিল? (Earthquake in Indonesia)
এই অঞ্চলে এমন কম্পন নতুন নয়(Earthquake in Indonesia)। ২০২৩ সালের জানুয়ারিতে তানিমবার দ্বীপপুঞ্জেই হয়েছিল ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, যার ফলে তৎক্ষণাৎ সুনামির সতর্কতা জারি করা হয়। যদিও প্রাণহানি হয়নি, কিন্তু কমপক্ষে ১৫টি বসতবাড়ি ও দু’টি স্কুলভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেবার দ্বীপপুঞ্জের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ঘরছাড়া হন।
কেন এই এলাকায় বারবার ভূমিকম্প? (Earthquake in Indonesia)
তানিমবার দ্বীপপুঞ্জ অবস্থিত “প্যাসিফিক রিং অফ ফায়ার” অঞ্চলের মধ্যে, যেটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূকম্প প্রবণ এলাকা। এখানে টেকটোনিক প্লেটগুলির সংযোগস্থল হওয়ায় মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হয়।
দ্বীপপুঞ্জ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য (Earthquake in Indonesia)
- তানিমবার দ্বীপপুঞ্জ হল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের অন্তর্গত।
- এখানে ৩০টিরও বেশি দ্বীপ রয়েছে, যেগুলির মধ্যে বেশ কয়েকটি জনবসতিপূর্ণ।
- ভূকম্প, সুনামি এবং ঘূর্ণিঝড়—এই সব প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলকে প্রায়ই আক্রান্ত করে।
বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি (Earthquake in Indonesia)
সোমবারের ভূমিকম্পে এখনো পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি — এটা আশার কথা(Earthquake in Indonesia)। তবে এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, তানিমবারের মতো দ্বীপপুঞ্জগুলি প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কতটা নাজুক। ভূকম্পবিদ ও প্রশাসনের নজর এখন পরবর্তী আফটারশক এবং কোনও গোপন বিপদের দিকেই।
পরিস্থিতির উপর নজর রাখছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা (BNPB)-ও। নতুন কোনও তথ্য পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।