ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আর মাত্র কয়েক ঘণ্টার (Subhanshu Sukla) অপেক্ষা। তারপরই আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরের জলে নামবেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্ল ও তাঁর সঙ্গীরা। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে অংশ নেওয়া এই চার নভশ্চরের মহাকাশযান ‘ড্রাগন’ মঙ্গলবার (ভারতীয় সময়) দুপুর ৩টে ১ মিনিটে স্প্ল্যাশডাউন করবে। তবে পৃথিবীর মাটি ছোঁয়ার পরও তাঁদের অভিযান পুরোপুরি শেষ হচ্ছে না—প্রত্যাবর্তনের পরেও রয়েছে কঠিন শারীরিক ও চিকিৎসাগত একাধিক ধাপ।
মহাকাশ থেকে ফেরা মানেই বিশ্রাম নয় (Subhanshu Sukla)
গত ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চেপে আন্তর্জাতিক (Subhanshu Sukla) মহাকাশ কেন্দ্রের (ISS) উদ্দেশে যাত্রা করেছিলেন শুভাংশুরা। প্রায় ১৮ দিন কাটিয়ে সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) তাঁদের যাত্রা শুরু হয়েছে পৃথিবীর দিকে। এই ফেরার পর শুরু হবে ‘রিইনট্রির’ পরবর্তী ধাপ।
কীভাবে হবে অবতরণ ও প্রাথমিক প্রক্রিয়া? (Subhanshu Sukla)
- নির্ধারিত সময়ে ড্রাগন ক্যাপসুল নামবে প্রশান্ত মহাসাগরে।
- স্পেসএক্স-এর উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যাবে ক্যাপসুলের কাছে।
- ক্যাপসুলকে তোলা হবে একটি জাহাজে, সেখানেই নভশ্চরদের বের করে আনা হবে।
- প্রথম ধাপে সেখানেই করা হবে শারীরিক পরীক্ষা।
- পরে তাঁদের নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে করে স্থলভাগে, আরও বিস্তৃত পরীক্ষার জন্য।
কেন প্রয়োজন এত পরীক্ষা?
মহাকাশে দীর্ঘ সময় কাটানোয় শরীরে নানা পরিবর্তন ঘটে। মাধ্যাকর্ষণশূন্যতার ফলে শরীরের অভ্যন্তরীণ সিস্টেম, বিশেষ করে ভেস্টিবুলার সিস্টেমে বিশৃঙ্খলা দেখা দেয়। এর ফলে নভশ্চরেরা প্রথম কয়েক দিন ভারসাম্য রাখতে পারেন না, হাঁটেন টলোমলো পায়ে।
ফেরার পরের প্রোটোকল
- সাত দিন ধরে ‘মেডিক্যাল মনিটরিং’-এ রাখা হবে শুভাংশু ও তাঁর সঙ্গীদের।
- ফ্লাইট সার্জনের তত্ত্বাবধানে তাঁদের ফিজিওলজিক্যাল পরিবর্তন খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: Aadhar Card Update: আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কী করবেন?

মহাকাশে থাকার প্রভাব কী?
- মাইক্রোগ্র্যাভিটি শরীরের তরলের গতি বদলে দেয়। ফলে মাথা ভারী লাগে, চোখ-মুখ ফোলা ফোলা লাগে, দেখা দেয় ‘স্পেস সিকনেস’।
- হাড়ের ক্ষয় শুরু হয়, যা অস্টিয়োপোরোসিসের মতো।
- চোখের গঠনে পরিবর্তন এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
- রেডিয়েশন এক্সপোজার বেড়ে যায়, ফলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।
এই কারণে নভশ্চরদের পরনে থাকে ‘ডোসিমিটার’ একটি যন্ত্র যা রেডিয়েশনের মাত্রা মাপে।
শুভাংশুর ঐতিহাসিক অভিযান
এই মিশনের মাধ্যমে শুভাংশু নতুন ইতিহাস গড়লেন ভারতীয় মহাকাশ গবেষণার জগতে। ভারতীয় নভশ্চর হিসেবে তাঁর এই সফর কেবল গর্বের নয়, ভবিষ্যতের গবেষণার জন্য এক মাইলফলক। আর কয়েক ঘণ্টা পর, পৃথিবীর বুকে ফিরবেন তিনি, শুরু হবে এক নতুন অধ্যায়।