ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার খোদ থানার মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ। এক সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কলকাতা পুলিশের সাব ইসপেক্টরের বিরুদ্ধে। জানা গেছে, দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিট থানার ৪ তলায় পুজোর পোশাক দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনা ঘিরে তোলপাড় গোটা পুলিশ মহলে।
অভিযোগ, পুজোয় পোশাক দেওয়ার নাম করে রাত ১টা নাগাদ নির্যাতিতাকে রেস্ট রুমে ডাকেন ওই সাব ইনস্পেক্টর। সালোয়ার কামিজ দেওয়ার সময়ে শ্লীলতাহানি করা হয় তরুণীর। পরে নিগৃহীতার অভিযোগ দায়ের করতে অস্বীকার করারও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের বিরুদ্ধে। বিষয়টি মিটমাট করে নেওয়ার চাপ দেওয়া হয় বলেও অভিযোগ নির্যাতিতার পরিবারের। এরপরই পুরো বিষয়টি তাঁরা লিখিতভাবে রাজ্যের স্বরাষ্ট্র দফতর, কলকাতা পুলিশের কমিশনারের দফতরে জানিয়েছেন।
আরও পড়ুন: https://tribetv.in/allegation-of-rape-and-murder-of-housewives-by-taking-them-away-from-home/
লালবাজার সূত্রের খবর, ওই সিভিক ভলান্টিয়ার পার্ক স্ট্রিট থানায় কম্পিউটার সেকশনে কাজ করেন। শুক্রবার থানায় সিভিকদের জন্য পোশাক দেওয়া হচ্ছিল। অভিযোগ, ঘটনার দিন রাত ৯টায় ডিউটিতে যোগ দেন তিনি। এরপর গভীর রাতে তাঁকে থানার তিনতলার রেস্ট রুমে ডাকা হয়। সেখানেই মদ্যপ অবস্থায় শারীরিক নির্যাতন করেন অভিযুক্ত সাব ইনস্পেক্টর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশকর্মী।
অভিযুক্ত এসআইয়ের সহকর্মীদের একাংশের বক্তব্য, ‘কিছুক্ষণের জন্য ওই তরুণী ঘরে গিয়েছিলেন। কীভাবে ঘটনাটি ঘটল, তা বুঝতে পারছি না। যদি কেউ দোষ করে থাকেন, তাঁর শাস্তি হওয়া উচিত।’ পার্ক স্ট্রিট থানা সূত্রে খবর, ওই রেস্ট রুমের ভিতরে কোনও সিসিটিভি না থাকলেও এমন গুরুতর অভিযোগ ওঠায় নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হচ্ছে।