ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দা ও বড় পর্দা, দুই পর্দাতেই সোমরাজ মাইতির (Somraj Maity) মুখ ভীষণ জনপ্রিয়। ছোট পর্দায় শীঘ্রই তাঁর মুখ দেখা যেতে চলেছে। অর্থাৎ নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অভিনেতা সোমরাজ। এমনটাই বলছে টলি ইন্ডাস্ট্রির গুঞ্জন। শোনা যাচ্ছে, জি বাংলায় (zee bangla) নতুন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে । তবে ধারাবাহিকের নাম বা বিপরীতে কে থাকছেন, সে সম্পর্কে কিছুই প্রকাশ্যে আসেনি।
ছোটপর্দায় ফেরা (Somraj Maity)
অভিনেতা সোমরাজ মাইতি (Somraj Maity) ছোট পর্দায় ও বড় পর্দায় সমান তালে কাজ করে চলেছেন। বিভিন্ন ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছে। কয়েক মাস আগেই ‘চিনি ‘ ধারাবাহিক শেষ হয়ে যায়। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সোমরাজ। এই ধারাবাহিকের পর সেভাবে অভিনেতাকে আর ছোটপর্দায় দেখা যায়নি । বলা যেতে পারে, দীর্ঘ সময় পর আবারও ছোট পর্দায় নতুন ধারাবাহিকের হাত ধরে দর্শকের সামনে আসছেন তিনি । যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে ভীষণ খুশি হবে অভিনেতার অনুরাগীরা।
জুটি বাঁধার খবর (Somraj Maity)
শোনা গিয়েছে, বোলপুরে নতুন ধারাবাহিকের শুটিং হয়েছে (Somraj Maity)। অভিনেতার বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে সে সম্পর্কে কিছুই প্রকাশ্যে আসেনি। ধারাবাহিকে নাম ও নায়িকার নামও চ্যানেল কিংবা অভিনেতার তরফ থেকে জানা যায়নি। যদিও কিছুদিন আগে শোনা গিয়েছিল অভিষেক কন্যা সাইনা চট্টোপাধ্যায় (Saina Chattopadhyay) সোমরাজের সাথে জুটি বাঁধতে চলেছেন। তবে সে সম্পর্কেও সঠিক খবর জানা যায়নি। আপাতত অনুরাগীরা নতুন ধারাবাহিকের জন্য অপেক্ষা করছে।
আরও পড়ুন: Salman Khan: হুমকিতে মুম্বাই ছাড়ছেন সলমন? তড়িঘড়ি বাড়ি বিক্রির সিদ্ধান্ত!
নতুন ব্যবসা শুরু
কিছুদিন আগেই অভিনেতা সোমরাজ তাঁর বান্ধবী আয়ুশী তালুকদারের সাথে পিলাটিশ সেন্টার খুলেছেন। অর্থাৎ অভিনেতা নতুন ব্যবসাও শুরু করেছেন অভিনয়ের পাশাপাশি। এই সেন্টারের উদ্বোধনে দেখা গিয়েছিল যশ ও নুসরতকে (Jash – Nusrat)।
আরও পড়ুন: Parambrata Chatterjee: টলিউডের অন্দরে জট পাকাচ্ছে সমস্যা! আলোচনায় পরিচালকরা, অধরা সমাধান?
অপেক্ষায় দর্শক
অভিনেতা সোমরাজের খবরে খুশি দর্শকরা কারণ তাঁর অভিনয় দর্শকদের কাছে খুবই প্রিয়। এর আগেও ‘এই ছেলেটা ভেল ভেলেটা’, ‘টেক্কা রাজা বাদশা’, ‘কুঞ্জছায়া’ ও ‘চিনি’ ধারাবাহিকে তাঁর অভিনয় ছিল নজরকাড়া। স্বভাবতই অনেকটা সে কারণেই ছোট পর্দার দর্শক অপেক্ষায় রয়েছেন তাঁকে পর্দায় দেখার জন্য। অন্যদিকে বড় পর্দায় সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty) পরিচালিত ‘দেবী’ ছবিতে সোমরাজকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। প্রসঙ্গত, এই ছবিতে অভিনয় করবেন রনিতা দাস (Ranita Das)। যিনি বাহা নামে পরিচিত।