ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্রীনগরের মসনদে বসতে চলেছেন ওমর আবদুল্লাহই। ২০১৫ সালের জানুয়ারি মাস অবধি মুখ্যমন্ত্রী ছিলেন ওমর। ফের মুখ্যমন্ত্রীর আসনেই বসতে চলেছেন তিনি। অনায়াসে ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট। বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার স্বপ্ন দেখছিল সেটা বাস্তবায়িত হচ্ছে না। কাশ্মীরের একক বৃহত্তম দল হতে চলেছে ন্যাশনাল কনফারেন্সই।
৯ বছর পরে ফের জম্মু ও কাশ্মীরে ক্ষমতা দখল এনসির। ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর ঝুলিতে ৪২টি আসন। এনসি-র সঙ্গে জোট বেঁধে কংগ্রেস পেতে চলেছে ৬টি আসন। জয়ী হওয়া বা এগিয়ে থাকার নিরিখে বিজেপির ঝুলিতে ২৯টি আসন। পিডিপি মাত্র ৩টি আসনে জয়ী হয়েছে। জম্মু ও কাশ্মীরে খাতা খুলল অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। ডোডা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন আপের প্রার্থী মেহরাজ মালিক। সিপিএম একটি আসনে জয়ী হয়েছে। জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স জয়ী একটি আসনে। আর নির্দল প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।
কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর প্রথম বিধানসভা ভোট হল সেখানে। ২০১৯ সালের অগাস্টে অধ্যাদেশ জারি করে কেন্দ্র কাশ্মীরের অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে। রাজ্যের তকমা হারায় কাশ্মীর। সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে হয় দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীর। তার পর দীর্ঘ দিন সেখানে নির্বাচিত সরকার ছিল না। সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন করানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দেয়। নতুন সরকার তৈরি হওয়ার পর জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের ভূমিকা কী হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভার স্বাধীনতা কতটা থাকবে, তা এখনও স্পষ্ট নয়।