ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আবহে ফের সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। রবিবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে দেওয়া তাঁর নতুন অডিয়ো বার্তা কেবল আবেগঘন আহ্বানই নয়, সরাসরি আক্রমণও বটে। নিশানায় এবার মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বার্তায় তিনি ইঙ্গিত দিয়েছেন— দেশে ফিরলে সবকিছুর ‘‘হিসেব কড়ায়গণ্ডায় বুঝে নেবেন’’।
ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ (Sheikh Hasina)
শেখ হাসিনা অভিযোগ করেছেন, “ইউনূসের (Muhammad Yunus) ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায় (Sheikh Hasina)। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে। এরা বাংলাদেশের মুক্তচিন্তা, স্বাধীনভাবে চলাফেরা, নারীদের অধিকার এবং যুবসমাজের স্বাধীনতা কেড়ে নিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “এক দিনে ৯৩ জন আইনজীবী গ্রেফতার— স্বাধীন বাংলাদেশে কবে এমন ঘটনা ঘটেছে? সমালোচনা করলেই জঙ্গিবাহিনী হামলা চালাচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। অথচ দাবি করা হচ্ছে, দেশে সবাই নির্ভয়ে কথা বলতে পারে!”
বিএনপি-জামাতের ‘অত্যাচার’ প্রসঙ্গ (Sheikh Hasina)
প্রাক্তন প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা গেল তীব্র ক্ষোভ, “এই বিএনপি-জামাত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে (Sheikh Hasina)। ৩২ নম্বরে আগুন দেওয়ার পর মিরপুর রোডে তিনটি লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল, যাদের পরিচয়ও জানা যায়নি। নৃশংস অত্যাচার চালিয়ে আমাদের শেষ করতে চাইছে ওরা।” তিনি বলেন, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকেও ‘ধ্বংস করার ষড়যন্ত্র’ চলছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: Ceasefire in DR Congo : ডিআর কঙ্গো-এম২৩ সংঘর্ষবিরতি! আমেরিকার মধ্যস্থতায় ঐতিহাসিক চুক্তি
“সব অপমানের হিসেব কড়ায়গণ্ডায় নেওয়া হবে” (Sheikh Hasina)
হাসিনা দৃঢ় সুরে বলেন, “ধৈর্য ধরুন, দিন ফিরবে। এক মাঘে শীত যায় না। যে অপমান ও কষ্ট আজ আমরা সহ্য করছি, তার হিসেব একদিন নেওয়া হবে।”
ইউনূসকে ‘ষড়যন্ত্রকারী’ বললেন হাসিনা (Sheikh Hasina)
বার্তায় সরাসরি মুহাম্মদ ইউনূসের নাম নিয়ে তিনি বলেন, “হাজার হাজার কোটি টাকা কামিয়ে, বিদেশিদের খুশি করে দেশের সর্বনাশ করছেন ইউনূস। তাঁর মধ্যে দেশের মানুষের প্রতি ভালোবাসা নেই। এ সব ষড়যন্ত্র করে তিনি বঙ্গবন্ধুর ঐতিহ্যকে কলুষিত করছেন।”
হাসিনার নির্বাসন ও বর্তমান অস্থিরতা (Sheikh Hasina)
- ২০২৪ সালের জুলাই: ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ।
- ২০২৪ সালের আগস্ট: হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন।
- ইউনূস সরকার গঠন: নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।
- ২০২৫ সালের জুলাই: গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত হন; কার্ফু জারি হয়। ১৪ জনকে গ্রেফতার করা হয়।
এমন পরিস্থিতিতে গত তিন দিনের মাথায় দ্বিতীয়বার সরব হলেন হাসিনা।

আরও পড়ুন: Operation Sindoor : বন্ধ রহিম ইয়ার খান বিমানঘাঁটি! ‘সিঁদুর’ অভিযানের ক্ষয়ক্ষতি এখনও মেরামত হয়নি?
রাজনীতিতে ফেরার ইঙ্গিত? (Sheikh Hasina)
রাজনৈতিক মহলের মতে, এই অডিয়ো বার্তায় স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন।
- তাঁর কণ্ঠে আক্রমণাত্মক ভঙ্গি এবং ক্ষমতা পুনরুদ্ধারের দৃঢ় সংকল্প স্পষ্ট।
- দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সমর্থকরা এই বার্তাকে নতুন প্রেরণা হিসেবে দেখছেন।