ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোমণ্ডপ নয়, মণ্ডপে প্রবেশ করে মনে হবে কাশী-বারাণসী কিংবা হরিদ্বারে চলে এসেছি। দুর্গাপুজোর থিমের মধ্যেই চেতলা অগ্রণী (Chetla Agrani) ফুটিয়ে তুলেছে গঙ্গার প্রবাহমান ধারা বজায় রেখে তীর্থস্থানের চিত্র। উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের কালীঘাটে চিত্র। একইসঙ্গে গঙ্গা দূষণে সমাজিক বার্তাও তুলে ধরেছে ‘মেয়রের পুজো’।
আজ মহাষষ্ঠী। মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। দক্ষিণ কলকাতার (South Kolkata) অন্যতম পুজোগুলি তালিকায় প্রথম সারিতেই রয়েছে চেতলা অগ্রণী। প্রতিটা বছর তাদের এই পুজো এক সমাজিক বার্তা তুলে ধরে। এইবারও তার অন্যথা হয়নি, বঙ্গবাসীকে চমকে দিয়ে তীর্থস্থানে গঙ্গা দূষণের বার্তা দিয়েছে চেতলা অগ্রণী। যাকে শহর কলকাতাবাসী চেনে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পুজো নামে। আগেও একাধিকবার গঙ্গা দূষণ নিয়ে শহরবাসীকে সতর্কবার্তা দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবার দুর্গাপুজোর মণ্ডপেও তুলে ধরলেন সচ্ছতার বার্তা।
আরও পড়ুন: https://tribetv.in/puja-2024-pandal-theme-of-kalighat-milan-sangha/
এবার ৩২ তম বর্ষে পদার্পণ করল চেতলা অগ্রণীর দুর্গাপুজো (Durga Puja)। মণ্ডপের ভেতরে যা তাক লাগাবে আপনাকে, তা হল প্রবাহমান গঙ্গা। আকাশ হিমবাহ থেকে প্রবাহিত হয়ে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে কাশী-বারাণসী ও পশ্চিমবঙ্গের কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গঙ্গার ধারা তুলে ধরেছে দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী। একইসঙ্গে গঙ্গার তিন রকম দূষণ ফুটিয়ে তুলেছে এই ক্লাব। একেবারে মণ্ডপের ভিতরে ঢুকলেই দেখা মিলবে প্রদীপের আলোর শিখা জ্বলজ্বল করছে চারিদিকে। একেবারে অন্ধকার দূরে সরিয়ে আলোর জগতে প্রবেশ করছে দর্শনার্থীরা। আগুনের লেলিহান শিখা উত্তপ্ত করে রেখেছে গোটা মণ্ডপ।