ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার আরও এক প্রথম সারির পুজো ত্রিধারা । এটি মেয়র পারিষদ দেবাশিস কুমারের পুজো হিসেবে পরিচিত। এবার ত্রিধারার থিম ‘অঙ্গন’। এই বছর নিজেদের থিমের মধ্যে এক অদ্ভুদ সবুজায়নকে ফুটিয়ে তুলেছে ত্রিধারা।
এবারে ৭৮ তম বর্ষে পা রেখেছে তাদের এই পূজো। এক অভিনব চিন্তাভাবনা ‘অঙ্গন’ নিয়ে হাজির হয়েছে ত্রিধারা । শিল্পী গৌরাঙ্গ কৈলা তাঁর ভাবনা রং-তুলিতে ফুটিয়ে তুলেছে মায়ের মণ্ডপ। মণ্ডপে পৌঁছাতেই সবুজে সবুজায়ন চারিদিকেজুড়ে। যা দেখেই মনে হচ্ছে একটা শান্তির অনুভূতি। ত্রিধারায় এসে একটু থমকে যাওয়ার বার্তা মায়ের প্রতিমায়। পুরোটাই ক্যানভাসের ওপরে হাতে তৈরি কাজ। যা দেখতে দূরদূরান্ত থেকে মানুষের উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের ঢল উপচে পড়েছে মণ্ডপ জুড়ে।
মায়ের মুখের দিকে তাকালেই এক প্রশান্তি অনুভূতি পাওয়া যাবে এই ত্রিধারায়। মা একেবারে সাবেকি সাজে বিরাজমান মণ্ডপে। প্রতি বছর ত্রিধারা এক নতুন উপস্থাপনা নিয়ে হাজির হয়। সেই প্রথা মেনেই দর্শনার্থীদের নজর কাড়তে এবারে মায়ের আঙিনায় ফুটে উঠেছে মায়ের আসল রূপ। যা দেখলেই মন প্রাণ ভরে যাবে সাধারণ মানুষের।