ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৮ সালে সমাজ মাধ্যমে ‘মিটু’ আন্দোলন নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেখানে অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta) নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। তবে এবার সোশ্যাল মিডিয়াতে এসে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তিনি খুব একা, শরীর খুব খারাপ। গত কয়েক বছর ধরে হেনস্তার শিকার হচ্ছেন তিনি। এমনই নানা কথা শেয়ার করলে দর্শকের সাথে । ঠিক কী হয়েছে অভিনেত্রীর ? কী জানালেন তিনি? কারা হেনস্তা করছে তাঁকে?
ভিডিও বার্তা শেয়ার (Tanushree Dutta)
সোশ্যাল মিডিয়া এসে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta) জানালেন, নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁকে। যা ২০১৮ সাল থেকে চলে আসছে। তিনি আর পেরে উঠছেন না। বাধ্য হয়ে পুলিশকে ফোন করেছেন। তাঁরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করে আসতে বলেছেন। অভিনেত্রীর খুব শরীর খারাপ। গত কয়েক বছর ধরে এমন পরিস্থিতির শিকার। তাঁকে সাহায্য করার কোনও লোক নেই। তাঁকে যেন কেউ সাহায্য করেন।
সমস্যায় ভোগা (Tanushree Dutta)
সমাজ মাধ্যমে যে অভিযোগ অভিনেত্রী তনুশ্রী (Tanushree Dutta) করেছেন, তাতে খোলসা করে বলেননি কে তাঁকে হেনস্থা করছেন। অভিনেত্রী শেয়ার করা ভিডিওতে তাঁকে খুব অসহায় ও আতঙ্কিত লাগছিল। গত কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগে আসছেন তিনি। বাড়িতে কাজের লোক রাখতে পারছেন না। কারণ বাড়িতে কাজ করতে এসে চুরি করেছিল, এমনকি বাজে ব্যবহারও করেছিল পরিচালিকা। সেই কারণে সব কাজ তিনি একাই করেন।
আরও পড়ুন: Urfi Javed: উরফির মুখ ফুলে ঢোল, কতটা বিপদে বর্তমান প্রজন্ম? জানালেন মমতা শঙ্কর
রাতে ভয়ানক শব্দ
অভিনেত্রী তনুশ্রীর ভিডিও বার্তাতে জানা যায় ,তাঁকে কেউ একজন ভয় দেখায় অর্থাৎ দরজার বাইরে কেউ একজন যেন দাঁড়িয়ে থাকে! তবে এর পরে তিনি বাকিটা আর কিছুই বলেননি। তিনি এও বলেন, রাত হলে ভয়ানক শব্দ শুরু হয়। আর এই ঘটনা কয়েক বছর ধরে হয়ে আসছে, বলে জানান তিনি। অভিনেত্রী অনেকবার বিল্ডিং ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন। তবে তাতে কোনও লাভ হয়নি।
সাহস যোগানো
ভিডিওর মাধ্যমে জানা যায় তনুশ্রী দত্ত (Tanushree Dutta) ভীষণ ভেঙ্গে পড়েছেন। প্রতিদিন মানসিক চাপ, ভয় ও যন্ত্রণা মধ্যে দিয়ে যেতে যেতে তাঁর শরীর ঠিক নেই। তিনি মন্ত্র পাঠ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন। তবে অভিনেত্রী সাহস করে প্রকাশ্যে ঘটনাটি আনায় অনেকেই তাঁকে সাহস জুগিয়েছেন।
আরও পড়ুন: New Bengali Serial: বলিউডের গল্প এবার বাংলা সিরিয়ালে, চমক দেবে নতুন জুটি!
অনেক বছর আগের ঘটনা
অনেক বছর আগে অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta) যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে। আসলে ‘হর্ন ওকে প্লিজ’ ছবিতে একটি গানের তনুশ্রী ও নানা পাটেকরের শুটিং ছিল। আর সেই গানের শুটিংয়ের সময় নানা পাটেকর নাকি অভিনেত্রীকে নাচ শেখানোর নামে যৌন হেনস্তার চেষ্টা করেছিলেন। পরবর্তী কালে যদিও অভিনেতা এ প্রসঙ্গে মিথ্যা অভিযোগ বলে উড়িয়ে দিয়েছিলেন। অভিনেতার কথায়, মিথ্যা অভিযোগ বলে, তিনি মাথা গরম করেননি। অভিনেত্রী তনুশ্রী দত্ত ‘আশিক বানায়া আপনে’, ‘ঢোল’ ও ‘ভাগম ভাগ’ সিনেমায় কাজ করে বলিউডে নজর কেড়েছিলেন।