ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা-দেশ-বিশ্বের শিল্পবাণিজ্যের ইতিহাসে মহীরুহ পতন। চলে গেলেন ‘TATA’ গ্রুপের প্রতিষ্ঠাতা কর্ণধার রতন টাটা। বুধবার গভীর রাতে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর।
কালজয়ী শিল্পপতির প্রয়াণে শোকস্তবদ্ধ গোটা দেশ। রতন নাভাল টাটার মৃত্যুতে একটি যুগের অবসান ঘটলো। তিনি ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান TATA Group এর অন্যতম কর্ণধার ছিলেন। তিনি তার নম্রতা, দয়া এবং আমাদের সমাজকে আরও উন্নত করার জন্য একটি অটল অঙ্গীকারের জন্য সমস্ত ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার চলে যাওয়ার যে অপূরণীয় ক্ষতি তা ভবিষ্যতে বিশ্বজুড়ে অনুভূত হবে। তিনি যে উদাহরণ স্থাপন করেছেন তা আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
রতন টাটার প্রয়াণে একদিনের সরকারি ছুটির ঘোষনা করেছে মহারাষ্ট্র সরকার। সেই সঙ্গে বৃহস্পতিবার মহারাষ্ট্রের সমস্ত সরকারি অফিসকাছারি, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে। অতি সম্প্রতি টাটা গোষ্ঠীর কর্ণধারের অসুস্থতার খবর সামনে আসে। তবে তিনি নিজেই সকলকে আশ্বস্ত করেন।
জানান, বার্ধক্যজনিত অসুস্থতার জন্য হাসপাতালে রুটিন চেকআপ করাতে গিয়েছেন।উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু এই আশ্বাসবাণী স্থায়ী হল না বেশিদিন। বুধবার অর্থা মহাষষ্ঠীর সন্ধেয় দেশের শিল্প জগতের মহিরুহ পতন ঘটল। সবাইকে শেষ টাটা দিয়ে না ফেরার দেশে চলে গেলেন রতন।
জগতজোড়া খ্যাতনামা রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে টাটা গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ”রতন টাটা একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন। তাঁর মন মমতায় পরিপূর্ণ ছিল। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন।”
আরও পড়ুন: https://tribetv.in/peoples-facing-trouble-due-to-elephants-attack-at-bankura-areas/
রতন টাটার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ”আমি শোকস্তব্ধ। ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা ছিলেন। মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগত এবং সমাজে অপূরণীয় ক্ষতি হল।”