ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডে একের পর এক ছবি হিট, সাথে প্রশংসার ঝড় উঠেছে বললে ভুল হবে না (Hrithik-Aamir)। যে ছবির প্রশংসা জন্য হৃতিক রোশন (Hrithik Roshan) আবার ইনস্টাগ্রাম ইনস্টল করলেন। অন্যদিকে আমির খানের (Aamir Khan) প্রশংসায় ভরে উঠল বলিউডের আরও একটি ছবি। পাশাপাশি করমুক্ত অনুপম খেরের (Anupam Kher) ছবি। বলিউডে এই মুহূর্তে ছবির প্রশংসায় পঞ্চমুখ। কারা করলেন প্রশংসা? কী কারণে প্রশংসা করলেন তাঁরা?
পুরো রাজ্যে করমুক্ত (Hrithik-Aamir)
প্রথমে আসা যাক ‘তানভি দ্য গ্রেট’ (Tanvi the Great ) ছবির প্রসঙ্গে। এই ছবিতে একটি মেয়ের স্বপ্ন, তাঁর সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে (Hrithik-Aamir)। মেয়েটি অটিজমে আক্রান্ত। আর এই ছবির গল্প এতটাই পছন্দ হয়েছে যে, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী মোহন যাদব ছবিটিতে গোটা রাজ্যে করমুক্ত করে দিয়েছেন।
সমাজকে সহানুভূতিশীল হওয়ার বার্তা (Hrithik-Aamir)
‘তানভি দ্য গ্রেট’ (Tanvi the Great) ছবির প্রতি মুখ্যমন্ত্রী মোহন যাদব এতটাই খুশি যে তিনি ভোপালে একটি বিশেষ প্রদর্শনী ব্যবস্থা করেন (Hrithik-Aamir)। তাঁর কথায়, “অনুপম খেরের সাথে তাঁর ‘তানভি দ্য গ্রেট’ দেখার সুযোগ হল।” ছবিটিকে মধ্যপ্রদেশে করমুক্ত করে দিয়েছেন। কারণ এই স্পর্শকাতর ছবি সমাজকে শেখাবে কিভাবে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সাথে ব্যবহার করা উচিত। তাঁদের প্রতি কতটা সহানুভূতিশীল হওয়া উচিত। এই ছবির তানভির স্বপ্ন ও লড়াই সবাইকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শেখাবে। আর এত সুন্দর একটি ছবি উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মোহন যাদব অনুপম খের ও তাঁর টিমকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: Tanushree Dutta: বাড়িতে রহস্যময় ছায়া, উদ্ভট শব্দ! ভয়ে সিঁটিয়ে আছেন তনুশ্রী
প্রশংসার জন্য ইনস্টল ইনস্টাগ্রাম!
এবার আসা যাক, হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রশংসার কথা। তিনি কোন ছবির প্রশংসা করলেন? সোশ্যাল মিডিয়া থেকে হৃতিক রোশন (Hrithik Roshan) অনেক দূরে। এমনকি তিনি ইনস্টাগ্রাম অ্যাপ আনইনস্টল করে দিয়েছিলেন। তবে সম্প্রতি আবার ইন্সটল করলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! তাও আবার শুধু প্রশংসা করার জন্য। অর্থাৎ শুধু প্রশংসা করবেন বলে তিনি ফিরে এসেছেন ইনস্টাগ্রামে। কে সেই শিল্পী? তিনি হলেন বীর দাস (Vir Das)। সম্প্রতি বীর দাসের মুক্তি পেয়েছে ‘ফুল ভলিউম’ (Full Volume)। তাঁর শো মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক প্রশংসা আসছে তাঁর দিকে। তবে হৃতিকের প্রশংসা যেন সেই মাত্রাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। হৃতিকের কথায়, “ইনস্টাগ্রামে ফিরলাম এটা দেখব বলে, এখনও পর্যন্ত সবথেকে দুর্দান্ত স্টান্ড আপ শো ‘ফুল ভলিউম’।” যা তাঁর কাছে, এক কথায় অসাধারণ।
আরও পড়ুন: Urfi Javed: উরফির মুখ ফুলে ঢোল, কতটা বিপদে বর্তমান প্রজন্ম? জানালেন মমতা শঙ্কর
আমির খানের প্রশংসা
অন্যদিকে আমিরের প্রশংসা পেল আরও এক ছবি। মোহিত সুরির পরিচালনায় একটি নতুন প্রেমের গল্প, সাথে দুই নতুন মুখ। ছবির নাম ‘সইয়ারা’ (Saiyaara)। এই ছবিতে আহান পান্ডে (Ahaan Panday) ও অনিত পড্ডার (Aneet Padda) অসাধারণ অভিনয় দর্শকের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছে। সব মিলিয়ে ‘সইয়ারার’ (Saiyaara) ঝড়ে বক্স অফিস ১০০ কোটি ক্লাবে ঢুকে পড়েছে। ছবি প্রশংসায় যেন কোনও দিক থেকে কম না। সেই প্রশংসায় এবার বলিউডের পারফেক্টশনিস্ট আমির খান (Aamir Khan) নিজে। তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘সইয়ারা’র গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এও জানান, আহান ও অনিতের প্রথম ছবিতে মুগ্ধ সকলেই। অসাধারণ সাফল্যের জন্য গোটা টিমকে অনেক শুভেচ্ছা। আহান ও অনিত তাঁদের প্রথম ছবিতেই নিজেদের মাধুর্য ও গভীরতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছে।