ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে সমাজে বিয়ে নাকি কিছুটা প্রহসন, আর মস্তিতে পরিণত হয়েছে (Bhaskar Banerjee)। বিয়ে যে একটা সংস্কার, একটা সনাতনী প্রথা, সেটাই মানুষ ভুলতে বসেছে। কেউ বা বিয়েকে কেন্দ্র করে গা ভাসাচ্ছেন ভাইরালের ট্রেন্ডে। আবার কেউ বা বিয়ে করছেন এতটাই ব্যতিক্রমী নিয়মে, যে মানুষ দেখে অবাক হয়ে যাচ্ছে।
ব্যক্তিগত সিদ্ধান্ত (Bhaskar Banerjee)
যদিও যারা বিয়ে করছেন, সম্পূর্ণ পুরো বিষয়টাই তাদের ব্যক্তিগত ব্যাপার (Bhaskar Banerjee)। তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথার ঝড় ওঠে। এবার এই বিষয়ে কথা বললেন টলিউড(Tollywood ) অভিনেতা ভাস্কর ব্যানার্জি (Bhaskar Banerjee)। তাঁর বক্তব্য, আমরা খুব দ্রুত কোথাও একটা নামছি, নাকি উঠছি তা নিয়ে ধন্দ রয়েছে। সংসারটা কি রসাতলে যাচ্ছে? যার কারণে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। বিয়ে তো আর কোনও তাৎক্ষণিক মজা নয়!
বর্তমান বিয়ে নিয়ে সমালোচনা! (Bhaskar Banerjee)
সম্প্রতি ফেসবুক পেজে অভিনেতা ভাস্কর ব্যানার্জি (Bhaskar Banerjee) একটা লম্বা পোস্ট করেছেন। যেখানে প্রথাগত বিয়ের বাইরে গিয়ে অনেকে যেভাবে বিয়ে করছেন কিংবা ভাইরাল হওয়ার ঝোড়ো হাওয়াতে গা ভাসাচ্ছেন, সে বিষয়টা নিয়ে সমালোচনা করেছেন। তার সঙ্গে দিয়েছেন কিছু যুক্তি। ওই পোস্টের নিচে আবার লিখেছেন, “নিজে গুণে বিচার করবেন”।
আরও পড়ুন: Sreemoyee-Kanchan: “ক্লান্ত হয়ে গেছিল…”, বিয়ের বছর ঘুরতেই আবারও সুখবর দিলেন শ্রীময়ী!
কী বলছেন অনুরাগীরা?
অভিনেতার এমন মন্তব্যের সাথে অনেকেই সহমত। আবার কেউবা বলেছেন, এমন একটা লেখা বড্ড প্রয়োজন ছিল । অনেকদিন ধরেই ওই ব্যক্তি ভাবছিলেন, এই বিষয়ে কিছু লিখবেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণের ভয়ে পিছিয়েছিলেন। আর সেই সাহস দেখালেন অভিনেতা ভাস্কর। আবার কেউবা বললেন, ” রুচিবোধের অসুস্থতা, সামাজিক অসুস্থতা ক্যান্সারের থেকেও দ্রুত গতিতে ছড়াচ্ছে”। আবার একজন বললেন “বিয়েটা এখন একটা নাটকের পরিণত হয়েছে”। একজন অনুরাগী মন্তব্য করেন, “আপনার মতো করে কেউ অন্তত সমাজ মাধ্যমে লিখেছেন, আপনার লেখাটি পড়ে খুব ভাল লাগল”।
আরও পড়ুন: Kaushik Ganguly: ফেডারেশনের সাথে সমস্যা মিটলো কৌশিক গঙ্গোপাধ্যায়ের, শুরু হবে ‘জংলা’র শুটিং
ভাস্করের বক্তব্য
অভিনেতা ভাস্করের বক্তব্য, “আমরা খুব দ্রুত এ কোথায় নামছি (নাকি উঠছি !!)! বিবাহ আমাদের একটা সনাতন প্রথা, একটা সংস্কার। ছোটবেলা থেকে দেখে আসছি। সেটা এখন একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে। এখন বিবাহ একটা মজা বা মসতি (কি সব বৈদিক মত!) বর নাচতে নাচতে বিয়ে করতে আসছে। কনে বেহায়ার মতো অঙ্গভঙ্গি করছে। l love u…I Love u বলে লাফালাফি করছে। একে অপরকে চুম্বন করছে। বাবা/মা (উভয় পক্ষের) তাতে তাল দিচ্ছে। (কিছু করার নেই)…!! মেহেনদি হচ্ছে। সংগীত হচ্ছে। (যেগুলো আমাদের রীতি নয়)। মানছি যুগ পাল্টেছে, কিন্ত সেটা সুস্থ না হলে সেই পরিবর্তনের কোন সুফল আছে কি? এটাই প্রমাণ করার চেষ্টা চলছে যে নারী/পুরুষ সমান। দুজনই সমান”।
তিনি আরও বলেন, “কিন্ত পুরুষ কি মা হতে পারবে নাকি নারী বাবা হতে পারবে? এইটা প্রমাণ করতে গিয়ে সংসারটা রসাতলে যবে (যাচ্ছেও) খুব দ্রুত। বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে। কারণ বিবাহ একটা তাৎক্ষণিক মজা নয় (আতসবাজির মতো)। একটা নিবিড় বন্ধন। একটা সঙ্গে থাকার অঙ্গীকার। যা অনেক প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান বজায় রাখে। আগামি প্রজন্ম একটু এগিয়ে ফুলশয্যার বিষয়টাও প্রকাশ্যেই আনবে। সেটা আশা করি মেনে নেবেন! আমি হয়তো আপনাদের চোখে সেকেলে। তাই কিছু ফালতু কথা বলে ফেললাম। সবাই সুখে থাকুক।এটাই কাম্য”।