ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঝালদা পৌরসভার নিহত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর (৪২) মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শুক্রবার রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ ঝালদা শহরের স্টেশন রোডের নিজের বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাকে ঝালদা ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। পরীক্ষার পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ দলের স্থানীয় নেতৃত্বরা।
ঝালদা পুরসভার পৌরমাতা পূর্নিমা কান্দুর মৃত্যু ঘিরে ধোঁয়াশা। ঝালদার আইসি সহ পুলিশের আরও কিছু অধিকারিক ছিলেন ঘটনাস্থলে। পূর্ণিমা কংগ্রেস দলের হয়ে ঝালদা শহরের ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন।
আরও পড়ুন: https://tribetv.in/about-500-years-ago-gaurahari-bhattacharya-started-durga-puja-in-arambagh/
উল্লেখ্য, ২০২২সালের ১৩ মার্চ বিকেলে হাঁটতে বেরিয়ে ঝালদা শহরের কাছে গোকুলনগরে আততায়ীদের গুলিতে নিহত হন তপন কান্দু । সেই ঘটনার তদন্তভার এখনও সিবিআইয়ের হাতে। সেই মামলা এখনও বিচারাধীন। তাঁর মাঝে তপন কান্দুর স্ত্রীর মৃত্যু ঘিরে আবারও নতুন করে চাঞ্চল্য পুরুলিয়ার রাজনৈতিক মহলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের মর্গে নিয়ে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।