ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধূমকেতু’ (Dhumketu New Song) নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। অবশেষে অপেক্ষার অবসান। আর এই অপেক্ষা ৯ বছরের অপেক্ষা। ইতিমধ্যে ধূমকেতুর ‘গানে গানে’ রিলিজ করেছে। তাতে দর্শক প্রচুর ভালোবাসা দিয়েছে। এবার প্রকাশ্যে এল ‘ধূমকেতু’র ছবির ‘মা’ গান। এই গানের লঞ্চে উপস্থিত ছিল দেব (Dev), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), অনুপম (Anupam Roy), কৌশিক গাঙ্গুলি (Kaushik Ganguly), রানা সরকার (Rana Sarkar) সহ আরও অনেকেই। পরিচালক কৌশিক গাঙ্গুলী ‘মা’ গান নিয়ে কী বললেন?
মাকে উৎসর্গ করা (Dhumketu New Song)
‘ধূমকেতু’ (Dhumketu New Song) ছবি প্রথম থেকেই কোনও না কোনভাবে বাধাপ্রাপ্ত। মা গানের লঞ্চেও ‘গানে গানে’ ছবিটি বারবার শোনার ও দেখার জন্য গানটিকে তুলে ধরা হয়েছিল পর্দায়। তাতেও বারবার গানটি শেষ না হতে হতে বাধা পড়ছিল। আর অভিনেতা দেব তাতে হাসতে হাসতে বলেন, “ছবিটি কোথাও না কোথাও আটকাচ্ছে বারে বারে।” যাইহোক, পরিচালক কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly) মা গানটির প্রসঙ্গে বলেন, “‘মা’ গানটিকে ‘মা’কে ব্যক্তিগতভাবে মাকে উৎসর্গ করলাম।”
আবেগ জড়িয়ে (Dhumketu New Song)
কৌশিক গাঙ্গুলী ( Kaushik Ganguly) বলেন (Dhumketu New Song), “‘ধূমকেতু’ ছবিটি নয় বছর ধরে আবেগের সাথে জড়িয়ে গিয়েছে। আর সেটা শুধুমাত্র ছবির অভিনেতারা বা কুশলীরাই নয়, এই ছবির আবেগ সকলের সাথে জড়িয়ে গিয়েছে।” কৌশিক গাঙ্গুলীর (Kaushik Ganguly) কাছে ‘ধূমকেতু’ ছবিটি সন্তান তুল্য। যাকে তিনি ন বছর ধরে আগলে রেখেছেন। ইতিমধ্যেই ‘ধূমকেতু’ ছবির ‘গানে গানে’ গানটি রিলিজ করেছে। আর সেই ‘গানে গানে’ গানটির জন্য ব্যক্তিগত ভাবে কুর্নিশ জানিয়েছেন দেবকে (Dev)।
আরও পড়ুন: Pori Moni: আগুনের ভয়ে ৩ দিন হাসপাতালে পরীমনি! প্রকাশ্যে অসুস্থতার কারণ
প্রথম সুযোগ
মা গানের লঞ্চে উপস্থিত ছিল অনুপম রায় (Anupam Roy)। তিনি মনে করেন, ধূমকেতু ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁর কাছে। এই ছবির সাথে দশ বছর ধরে রয়েছেন তিনি। এই ছবির মধ্যে দিয়ে দেবের সাথে কাজ করার সুযোগ হয়েছে তাঁর। ২০১৫ সালে কথা হয়েছিল তাঁর সাথে এই ছবি নিয়ে। তাই এই ছবির অনেক স্মৃতি তাঁর সাথে জড়িয়ে রয়েছে।
মন কেড়ে নেবে
‘মা’ গানের লঞ্চে লাইভ অনুষ্ঠানে অনুপম রায়ের (Anupam Roy) গলায় ‘গানে গানে’ গানটিও কয়েক লাইন শোনা যায়। সবশেষে সেই মা গান অনুপমের গলায় “ঘুমোতে দাও ডেকো না…..মা।” সত্যি, মা গান একটি অসাধারণ দারুণ গান। যার প্রতিটি কথা সুর অপূর্ব। এককথায় বলা যায় ‘গানে গানে’ ছবির মতোই ‘মা’ গানও দর্শকের মন কেড়ে নিতে চলেছে।
আরও পড়ুন: Uttam Kumar: গ্রাস করেছিল অজানা ভয়, ছিল না স্বাধীনতা! মহানায়কের নিঃসঙ্গ অধ্যায়
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে একটা প্রশ্ন কে কেন্দ্র করে। সেটা হল ধূমকেতুর পর আবারো কি দেব শুভশ্রীকে নতুন ছবিতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর যে একেবারেই না হবে, এমনটাও বলা যায় না। এর আগেও ছবির প্রযোজক ইঙ্গিত দিয়েছিলেন, যদি ধূমকেতু ছবি হিট করে তাহলে আবারও এক ফ্রেমে দেখা যাবে দেব শুভশ্রীকে।