ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো শেষ, বৃষ্টি ছাড়াই পুজো কেটেছে কলকাতাবাসীর। এবার শুধু কার্নিভালের অপেক্ষা। সুসজ্জিত রূপে মা এগিয়ে যাবে বিসর্জনের পথে। জেলায় জেলায় সোমবার কার্নিভাল এবং কলকাতায় কার্নিভাল মঙ্গলবার। তবে এবার কিছুটা মন খারাপের সংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর। কার্নিভালের দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিল বাংলা থেকে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে রবিবার দুপুরে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা উপকূলের সংলগ্ন জেলা সহ কলকাতাতেও।
আরও পড়ুন: https://tribetv.in/tight-security-at-the-side-of-taki-river/
কার্নিভালের দিন অর্থাৎ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা।
আপাতত শুষ্ক আবহাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং- কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা। বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।