ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধূমকেতু’ (Dhumketu) নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। দীর্ঘ ৯ বছর মুক্তির অপেক্ষায় আটকে ছিল ‘ধূমকেতু’। তবে ছবির গল্প নিয়ে দর্শকের মনে যতটা আগ্রহ আছে, তার চেয়ে বেশি আগ্রহ রয়েছে দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটিকে নিয়ে। ধূমকেতু ছবির প্রচারে আবারও তাঁদের মুখে একে অপরের কথা শোনা যাচ্ছে। শুভশ্রীকে নিয়ে দেব তাঁর কথা বলে দিয়েছেন, তবে দেবকে নিয়ে এবার কী বললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)?
একসাথে দেখা যায়নি (Dhumketu)
‘ধূমকেতু’ (Dhumketu) ছবির কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। তারপর বিভিন্ন জটিলতার কারণে ছবিটি মুক্তি পায়নি। কেটে গিয়েছে দীর্ঘ ৯ বছর। অবশেষে ‘ধূমকেতু’ ছবির মুক্তি চলতি বছরে ১৪ আগস্ট। অজানা কোনও কারনে অভিনেতা অভিনেত্রী সরে গিয়েছেন একে অপরের থেকে। আগে দুজনের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। কিন্তু আলাদা হয়ে যাওয়ার পর থেকেই তাঁদেরকে একসাথে আর কোনও ছবিতে দেখা যায়নি। এবার ধূমকেতু ছবির জন্য যদি একে অপরের সাথে কথা বলতে হয় তবে দেব কি বলবেন তা আগেই বলে দিয়েছেন। তবে শুভশ্রী কি বলবেন, তা তিনি জানালেন।
কী বললেন অভিনেত্রী? (Dhumketu)
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) কথায়, দেব তাঁকে নিয়ে কিছু বলেছে মানে, তাঁকেও যে কিছু বলতে হবে এমন কোনও কথা নেই। ধূমকেতু (Dhumketu) এত বছর পর মুক্তি পাচ্ছে, সেটাই তাঁর কাছে বড় কথা। পাশাপাশি দেবকে তিনি ধন্যবাদ জানাতে চান। কারণ দেব তাঁর পরিশ্রম, সংসার ও তাঁর কাজ নিয়ে প্রশংসা করেছেন। অভিনেত্রী আরও জানান, দেবকে তাঁর আলাদা করে কিছু না বলার থাকলেও, তিনি বলতে চান দেবও খুব ভালো কাজ করেছে।
আরও পড়ুন: Mahanayak Samman 2025: কাদের মাথায় উঠলো মহানায়ক সম্মান ২০২৫ এর শিরোপা?
প্রশংসা করা
যদিও দেবকে (Dev) আগে বলতে শোনা গিয়েছিল শুভশ্রীকে (Subhashree) নিয়ে। তিনি বলেছিলেন , দীর্ঘ ৯ বছর তাঁদের মধ্যে কোনও কথা নেই । কাজ তো দূর। তবে একসাথে হলে কি করবেন বা কি বলবেন তা অভিনেতা দেবের জানা নেই। তাঁর কথায়, আদৌ কথা বলা উচিত কি, বা কোন কথা বলা বাকি আছে কিনা তা তিনি জানেন না। তবে পরিবার সামলে কাজ এবং কাজের ক্ষেত্রেও নিজের জায়গাটা ধরে রাখা, এসবের জন্য শুভশ্রীর প্রশংসা করেছেন অভিনেতা।
হিট জুটির ছবি
‘ধূমকেতু’ মুক্তির কথা প্রকাশ্যে আসার পর থেকেই দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটিকে নিয়ে অনুরাগীদের মনে নানা রকম প্রশ্ন, কৌতূহল কাজ করছে। এমনকি কেউ কেউ প্রশ্ন করছেন, তাঁদেরকে আবার পরবর্তীকালে একসাথে দেখা যাবে কিনা? আসলে দেব-শুভশ্রী জুটি মানেই এক হিট জুটির ছবি। যদিও ধূমকেতু ছবিকে কেন্দ্র করে এখনও এই জুটিকে একসাথে দেখা যায়নি।